Madhyamik Physical Science Suggestion 2022 PDF Chapter 2 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ | গ্যাসের আচরণ MCQ, অতিসংক্ষিপ্ত, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Madhyamik Physical Science Suggestion 2022 PDF Chapter 2 will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ এর একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় গ্যাসের আচরণ থেকে MCQ, অতিসংক্ষিপ্ত, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 2022 (Madhyamik / WB Madhyamik / MP Exam / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) Physical Science Exam (ভৌতবিজ্ঞান পরীক্ষায়) আশা করি এখান থেকেই তোমরা 80% কমন পেয়ে যাবে। Madhyamik Physical Science (মাধ্যমিক ভৌতবিজ্ঞান) এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করুন

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২

সাধারণ অংশ – গ্যাসের আচরণ

MCQ, অতিসংক্ষিপ্ত, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (মান ১, ২)

Madhyamik Physical Science Suggestion 2022 PDF Chapter 2

PDF Download করার জন্য এখানে ক্লিক করুন

MCQ Questions and Answers (বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) : প্রতিটি প্রশ্নের মান ১

১) গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী কোন তাপমাত্রায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়? 

ক) 273 K

খ) 300 K

গ) 0 K

ঘ) কোনােটিই নয়

উত্তর: গ) 0 K

২) দুই মােল আদর্শ গ্যাস 456 K তাপমাত্রায় 44.8 লিটার আয়তন অধিকার করে। ওই গ্যাসের চাপ হবে – 

ক) 1.67 atm 

খ) 1.60 atm 

গ) 1 atm 

ঘ) কোনােটি নয়

উত্তর: ক) 1.67 atm 

৩) বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে যখন –

ক) উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রায় 

খ) নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রায় 

গ) নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় 

ঘ) উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রায় 

উত্তর: গ) নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় 

৪) মোলার গ্যাস ধ্রুবক R-এর মান নিম্নের কোনটির সঙ্গে সমান হবে? 

ক) 0.082 L atm mol-1K-1 

খ) 0.82 L atm mol-1K-1  

গ) 0.02 L atm mol-1K-1 

ঘ) কোনােটিই নয়

উত্তর: ক) 0.082 L atm mol-1K-1 

৫) নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা যথাক্রমে P, V এবং T হলে বয়েলের সূত্রের রূপ হবে –

ক) P = K/V

খ) PV = K

গ) V = PK

ঘ) PV = 1/K

উত্তর: খ) PV = K

৬) আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ হলাে –

ক) একটি 

খ) তিনটি 

গ) দুটি 

ঘ) চারটি 

উত্তর: গ) দুটি 

৭) STP-তে 11.2 লিটার CO2-এর ওজন – 

ক) 88 গ্রাম

খ) 22 গ্রাম

গ) 11 গ্রাম

ঘ) 33 গ্রাম

উত্তর: খ) 22 গ্রাম

৮) NTP-তে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মােল সংখ্যা কত?

ক) 1

খ) 2.5

গ) 3

ঘ) 4

উত্তর: গ) 3

৯) PV = nRT সমীকরণে কোন রাশিটি ধ্রুবক ?

ক) P

খ) V

গ) T

ঘ) R

উত্তর: ঘ) R

১০) 1Pa = কত ডাইন প্রতি সেন্টিমিটার স্কোয়ার?

ক) 1

খ) 10

গ) 100

ঘ) 1000

উত্তর: খ) 10

১১) একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, STP-তে গ্যাসটির 11.2 লিটারের ভর কত?

ক) 32 gm

খ) 16 gm

গ) 65 gm

ঘ) 48 gm

উত্তর: খ) 16 gm

১২) গ্যাসের গতীয় তত্ত্ব নীচের কোন সূত্রকে প্রমাণ করে ?

ক) বয়েলের সূত্র

খ) চার্লসের সূত্র

গ) অ্যাভােগাড্রো

ঘ) উপরের সবকটি

উত্তর: ঘ) উপরের সবকটি

১৩) STP-তে 4.4 গ্রাম কার্বন ডাই-অক্সাইড-এর আয়তন কত? 

ক) 22.4 লিটার 

খ) 2.24 লিটার 

গ) 224 লিটার 

ঘ) 44.8 লিটার

উত্তর: খ) 2.24 লিটার

১৪) অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক। এটি হলাে –

ক) গে লুসাকের সূত্র 

খ) অ্যাভােগাড্রো সূত্র 

গ) বয়েলের সূত্র 

ঘ) চাপের সূত্র 

উত্তর: গ) বয়েলের সূত্র 

১৫) পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরে চলে এলে সেটির 

ক) আয়তন কমে 

খ) আয়তন বাড়ে 

গ) একই থাকে 

ঘ) কোনাে ক্ষেত্রে বাড়ে কোনাে ক্ষেত্রে কমে 

উত্তর: খ) আয়তন বাড়ে 

১৬) গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার –

ক) সমানুপাতিক 

খ) সমান হয় 

গ) ব্যস্তানুপাতিক

ঘ) কোনােটিই নয়

উত্তর: ক) সমানুপাতিক 

১৭) তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব – 

ক) নির্দিষ্ট থাকে 

খ) হ্রাস পায় 

গ) বৃদ্ধি পায়

ঘ) অপরিবর্তিত থাকে 

উত্তর: খ) হ্রাস পায় 

১৮) স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন – 

ক) দ্বিগুণ হবে 

খ) অর্ধেক হবে 

গ) চার গুণ হবে 

ঘ) একই থাকবে

উত্তর: খ) অর্ধেক হবে 

১৯) একটি দ্বিপারমাণবিক গ্যাসের বাষ্প ঘনত্ব 14। গ্যাসটির পারমাণবিক গুরুত্ব হবে –

ক) 7 

খ) 28 

গ) 14 

ঘ) 42 

উত্তর: গ) 14

২০) লিটার অ্যাটমস্ফিয়ার এককে R-এর মান হলাে – 

ক) 1.987 

খ) 1.01 

গ) 0.082 

ঘ) 4.2 

উত্তর: গ) 0.082 

২১) একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মােল সংখ্যা হলাে –

ক) RT/P 

খ) PT/R 

গ) PRT 

ঘ) P/RT 

উত্তর: ক) RT/P 

২২) পরম স্কেলে জলের ফুটনাঙ্ক কত?

ক) 273 K 

খ) 373 K 

গ) 173 K 

ঘ) 473 K

উত্তর: খ) 373 K 

২৩) মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতা হলাে – 

ক) 0° C 

খ) 0° F 

গ) 0 K 

ঘ) 273 K 

উত্তর: গ) 0 K 

২৪) বয়েলের সূত্র অনুসারে নীচের কোন লেখচিত্রটি p – V লেখচিত্র নির্দেশ করে?

ক) 

খ) 

গ) 

ঘ) 

উত্তর: 

২৫) স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক হলাে – 

ক) সমানুপাতিক 

খ) ব্যস্তানুপাতিক

গ) দ্বিগুণ 

ঘ) সমান 

উত্তর: ক) সমানুপাতিক 

২৬) কার্বন মনােক্সাইড গ্যাস-এর বাষ্প ঘনত্বের সঙ্গে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হলাে –

ক) N2

খ) O2

গ) Cl2

ঘ) H2

উত্তর: ক) N2

২৭) কোন রাশির একক টর?

ক) গ্যাসের আয়তন 

খ) গ্যাসের চাপ

গ) গ্যাসের ঘনত্ব 

ঘ) গ্যাসের ভর 

উত্তর: খ) গ্যাসের চাপ

২৮) চার্লসের সূত্রে কোনটি ধুবক?

ক) গ্যাসের চাপ

খ) গ্যাসের তাপমাত্রা 

গ) গ্যাসের আয়তন 

ঘ) কোনােটিই নয়

উত্তর: ক) গ্যাসের চাপ

২৯) আদর্শ গ্যাসের অণুগুলির শক্তি –

ক) শুধু গতিশক্তি 

খ) শুধু স্থিতিশক্তি 

গ) স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি 

ঘ) স্থিতিশক্তি ও গতিশক্তির অন্তরফল

উত্তর: গ) স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি 

৩০) চার্লসের সূত্রানুসারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনাে গ্যাসের আয়তন হলাে –

ক) `V_{1}=V_{0}(1-\frac{1}{273})`

খ) `V_{1}=V_{0}(1+\frac{1}{273})`

গ) `V_{1}=\frac{V_{0}}{273}`

ঘ) V1 = V0 × 273

উত্তর: `V_{1}=V_{0}(1+\frac{1}{273})`

৩১) চার্লসের সূত্রের V – t লেখচিত্র-এর প্রকৃতি কী হবে ?

ক) বৃত্ত 

খ) অধিবৃত্ত 

গ) পরাবৃত্ত 

ঘ) সরলরেখা 

উত্তর: ঘ) সরলরেখা

৩২) চালর্সের সূত্র অনুসারে কোন তাপমাত্রায় লেখচিত্রটি তাপমাত্রা অক্ষকে ছেদ করে?

ক) 100° C

খ) – 273°C

গ) 0° C

ঘ) 273° C

উত্তর: খ) – 273°C

৩৩) কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হবে না? 

ক) P – t

খ) V – t

গ) PV – P

ঘ) P – V

উত্তর: ঘ) P – V

৩৪) কোনাে পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী?

ক) ব্যারােমিটার 

খ) থার্মোমিটার 

গ) ম্যানােমিটার

ঘ) ক্যালােরিমিটার 

উত্তর: গ) ম্যানােমিটার

৩৫) চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশটিকে বলা হয় –

ক) আয়তন গুণাঙ্ক 

খ) চাপ গুণাঙ্ক 

গ) আয়তন ও চাপ গুণাঙ্ক উভয়ই 

ঘ) এদের কোনােটিই নয় 

উত্তর: গ) আয়তন ও চাপ গুণাঙ্ক উভয়ই 

৩৬) বয়েল ও চার্লসের সূত্রের ধ্রুবকটি হলাে – 

ক) উষ্ণতা 

খ) ভর 

গ) চাপ 

ঘ) আয়তন

উত্তর: খ) ভর

Short Question and Answers (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর) : প্রতিটি প্রশ্নের মান ১ 

১) সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক R-এর একক কী? 

উত্তর: সর্বজনীন গ্যাস ধ্রুবক R-এর একক হলাে জুল প্রতি কেজি প্রতি মােল প্রতি কেলভিন।

২) চার্লসের সূত্রের লেখচিত্রটির প্রকৃতি কীরূপ? 

উত্তর: চার্লসের সূত্রের লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা। 

৩) আদর্শ গ্যাসের অণুগুলির স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 

উত্তর: 1/273 প্রতি °C.

৪) 0.5 মােল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণটি লেখাে। 

উত্তর: PV = 1/2 RT. 

৫) বাস্তব গ্যাসগুলি কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের মতাে আচরণ করে? 

উত্তর: বাস্তব গ্যাসগুলি উচ্চতাপমাত্রা ও নিম্নচাপে আদর্শ গ্যাসের মতাে আচরণ করে। 

৬) চার্লসের সূত্র অনুযায়ী আদর্শ গ্যাসের ক্ষেত্রে V – t লেখচিত্রটির প্রকৃতি কীরূপ? 

উত্তর: সরলরেখা।

৭) উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রের গাণিতিক রূপ লেখাে।

উত্তর: V/T = ধ্রুবক।

৮) 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 K-এর মধ্যে কোনটি বেশি উষ্ণতা প্রকাশ করে?

উত্তর: 30° সেন্টিগ্রেড

৯) অ্যাভােগাড্রো প্রকল্পটি লেখাে।

উত্তর: সমচাপে ও সম তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসীয় পদার্থের মধ্যে অণুর সংখ্যা সর্বদাই সমান।

১০) কেলভিন স্কেলে ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক কত? 

উত্তর: কেলভিন স্কেলে ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে 373 K ও 273 K.

১১) অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের চরম স্কেলে প্রকাশিত তাপমাত্রা ও আয়তন-এর মধ্যে সম্পর্ক কী? 

উত্তর: চরম স্কেলে গ্যাসের তাপমাত্রা ও আয়তন-এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক। 

১২) আদর্শ গ্যাসের পরমশূন্য উষ্ণতায় আয়তন কত? 

উত্তর: আদর্শ গ্যাসের পরমশূন্য উষ্ণতায় আয়তন শূন্য। 

১৩) গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে?

উত্তর: গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক। 

১৪) পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক-এর মান কত?

উত্তর: পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক-এর মান 373 K.

১৫) 400 K তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে কত? 

উত্তর: 400 – 273 = 127° C. 

১৬) বয়েলের সূত্র অনুসারে একটি গ্যাসের চাপ (P) ও আয়তনের (V) সম্পর্কটি লেখাে। 

উত্তর: PV = ধ্রুবক।

১৭) বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবকটি কী? 

উত্তর: গ্যাসের ভর।

১৮) বায়ুমণ্ডলীয় চাপ ও পাস্কালের মধ্যে সম্পর্ক কী?

উত্তর: 1 pascal = প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ।

১৯) স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের PV বনাম P-এর লেখচিত্র একে দেখাও।

উত্তর: 

২০) তিন গ্রাম মােল কোনাে গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণটি লেখাে।

উত্তর: PV = 3RT. 

২১) STP-তে n সংখ্যক N2 অণুর আয়তন V লিটার। STP-তে n/2 সংখ্যক CO2 অণুর আয়তন কত? 

উত্তর: V/2 লিটার।

২২) গ্যাসের ব্যাপন-এর কারণ কী? 

উত্তর: গ্যাস অণুগুলির গতিশীলতা ব্যাপন-এর কারণ।

২৩) আদর্শ গ্যাসের অণুগুলির স্থিতিশক্তির মান কত? 

উত্তর: আদর্শ গ্যাসের অণুগুলির স্থিতিশক্তির মান শূন্য। 

২৪) বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে কোনাে আকর্ষণ বল কাজ করে কি?

উত্তর: বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল আছে।

২৫) STP-তে 11.2 লিটার একটি গ্যাসের ভর 14g, গ্যাসটির মােলার ভর কত? 

উত্তর: গ্যাসটির মােলার ভর 28 গ্রাম।

২৬) সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান লিটার অ্যাটমস্ফিয়ার এককে কত?

উত্তর: সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান লিটার অ্যাটমস্ফিয়ার এককে হলাে 0.082 লিটার। অ্যাটমস্ফিয়ার প্রতি মােল প্রতি কেলভিন।

২৭) 12.046 x 1023 টি নাইট্রোজেন অণুর ভর কত?

উত্তর: 56 গ্রাম।

২৮) সেলসিয়াস স্কেলে কোনাে গ্যাসের সম্ভাব্য সর্বনিম্ন উষ্ণতা কত হতে পারে? 

উত্তর: – 273° সেলসিয়াস।

শূন্যস্থান পূরণ করাে

১) স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের আয়তন সেটির পরম উষ্ণতার _________ হয়। 

উত্তর: সমানুপাতিক।

২) একটি বাস্তব গ্যাস _________ ।

উত্তর: নাইট্রোজেন। 

৩) সর্বপ্রথম অণুর ধারণা দেন বিজ্ঞানী _________ ।

উত্তর: অ্যাভােগাড্রো

৪) –23° C-কে কেলভিন স্কেলে প্রকাশ করলে হয় _________ ।

উত্তর: 250 K

৫) বায়ুমণ্ডলের চাপ মাপা হয় _________ যন্ত্রের সাহায্যে। 

উত্তর: ব্যারােমিটার

৬) বায়ুমণ্ডলীয় চাপের মান ________ সেন্টিমিটার পারদস্তম্ভের উচ্চতার চাপের সমান।

উত্তর: 76

৭) উষ্ণতার পরম স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে ________ ধরা হয়। 

উত্তর: 0 K 

৮) সেলসিয়াস স্কেলে কোনাে উষ্ণতা t°C এবং পরম স্কেলে এই উষ্ণতার পাঠ TK হলে ওদের মধ্যে সম্পর্ক হলাে ________ । 

উত্তর: T= t + 273

৯) PV = nRT সমীকরণে ________ কে বলে সর্বজনীন গ্যাস ধ্রুবক। 

উত্তর: R

১০) ঘরে ধূপের গন্ধ পাওয়া যায় গ্যাসের ________ ধর্মের জন্য।

উত্তর: ব্যাপন 

১১) পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক ________ ।

উত্তর: 273 K 

১২) উষ্ণতার পরম স্কেলে 273 K উষ্ণতাকে ________ ধরা হয়।

উত্তর: নিম্ন স্থিরাঙ্ক

১৩) আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা ________ হয়। 

উত্তর: ভারী 

১৪) বাস্তব গ্যাসগুলির অণুর ________ নগণ্য হয় না।

উত্তর: আয়তন 

১৫) গ্যাসের ব্যাপন ধর্ম গ্যাসের ________ একটি উদাহরণ।

উত্তর: প্রসারণশীলতার। 

১৬) গ্যাস অণুগুলির সংঘর্ষ ________ থিতিস্থাপক।

উত্তর: পূর্ণ

১৭) পরমশূন্য উষ্ণতায় গ্যাসের চাপ ________ হয়।

উত্তর: শূন্য

১৮) একটি আদর্শ গ্যাসের পরম উষ্ণতা গ্যাসের অণুগলির ________ সমানুপাতিক। 

উত্তর: গড় গতিশক্তির

True or False (সত্য/মিথ্যা নির্বাচন করাে) : প্রতিটি প্রশ্নের মান ১ 

১) স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের P বনাম V লেখচিত্র V অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হবে। 

উত্তর: মিথ্যা

২) স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V বনাম T-এর লেখচিত্র একটি সরলরেখা হবে।

উত্তর: সত্য। 

৩) আদর্শ গ্যাস বয়েলের ও চার্লসের সূত্র মেনে চলে।

উত্তর: সত্য

৪) –273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলে পরমশূন্য উষ্ণতা। 

উত্তর: সত্য। 

৫) সর্বজনীন গ্যাস ধ্রুবক-এর একক নেই।

উত্তর: মিথ্যা। 

৬) কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক-এর মান 373K. 

উত্তর: সত্য। 

৭) আদর্শ গ্যাস সমীকরণটি হলাে PV = nRT.

উত্তর: সত্য

৮) সর্বজনীন গ্যাস ধ্রুবক-এর মান গ্যাসের উপর নির্ভর করে।

উত্তর: মিথ্যা

৯) সাধারণত ব্যারােমিটার-এর সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। 

উত্তর: মিথ্যা

১০) অ্যাভােগাড্রো প্রকল্প কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযােজ্য।

উত্তর: সত্য

১১) R-এর মান গ্যাসের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না।

উত্তর: সত্য

১২) কেলভিন স্কেলে 1°-এর মান সেলসিয়াস স্কেলে 1° অপেক্ষা বেশি।

উত্তর: মিথ্যা 

১৩) উত্তপ্ত বায়ুপর্ণ বেলুনকে ঠান্ডা জলের সংস্পশে রাখলে বেলুনটি সঙ্কুচিত হবে।

উত্তর: সত্য

১৪) তলদেশ থেকে ওপরে উঠে এলে বায়ুর বুদবুদ-এর আয়তন বাড়ে।

উত্তর: সত্য

১৫) স্থির উষ্ণতায় PV বনাম V-এর লেখচিত্র V অক্ষের সমান্তরাল সরলরেখা হবে।

উত্তর: সত্য 

Brief Question and Answers (সংক্ষিপ্ত প্রশ্নোত্তর) : প্রতিটি প্রশ্নের মান ২

১) আদর্শ গ্যাস ও বাস্তুব গ্যাস বলতে কী বােঝো? কী শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে?

উত্তর: আদর্শ গ্যাস: যেসব গ্যাস যেকোনাে চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। যদিও আদর্শ গ্যাস শুধু কল্পনা মাত্র বাস্তবে এমন কোনাে গ্যাসের অস্তিত্ব নেই।

বাস্তব গ্যাস: যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে। যেমন- অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি হলাে বাস্তব গ্যাস।

উচ্চউষ্ণতা ও নিম্নচাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতাে আচরণ করে। 

২) একটি ফুটবলকে পাম্প করার সময় তার ভিতরে আয়তন ও চাপ দু’টি বাড়ে। এই ঘটনা কি বয়েলের সুত্রের বিরােধী ?

অথবা, একটি বেলুনকে বাতাস দিয়ে ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে আয়তন বৃদ্ধি পায়। এই ফল কি বয়েলের সূত্রের বিরােধী ?

অথবা, গাড়ির চাকায় হাওয়া ভরালে তার আয়তন ও চাপ উভই বৃদ্ধি পায়। এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযােজ্য হয় কি? 

উত্তর: গাড়ির চাকায়, বেলুনে বা ফুটবলে হাওয়া ভরালে তার আয়তন বাড়ে এবং তার ভেতরে অতিরিক্ত হাওয়া ভর্তি হওয়ার জন্য গ্যাসের চাপ বৃদ্ধি পায়, তাই এটি বয়েলের সূত্র মেনে চলে না। অর্থাৎ এক্ষেত্রে সূত্রটি প্রযােজ্য হয় না। কারণ কেবলমাত্র স্থির উষ্ণতার নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্রটি প্রযােজ্য। এখানে যেহেতু ভর নির্দিষ্ট থাকে না তাই এটি বয়েলের সূত্র মেনে চলে না।

৩) পরম উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করাে ও বিবৃত করাে। এই সূত্র অনুযায়ী V – T লেখচিত্র অঙ্কন করাে।

উত্তর: 0° সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের আয়তন V0 হলে চালসের সূত্র অনুযায়ী, স্থির চাপে t° C উষ্ণতায় গ্যাসের আয়তন,

`V=V_{0}(1+\frac{t}{273})`

বা, `V=V_{0}\frac{273+t}{273}`

বা, `V=\frac{T}{273}V_{0}`

যেখানে T হলাে t°C উষ্ণতার পরম স্কেলে পাঠ।

বা, V ∝ T [V0 = ধ্রুবক]

চার্লসের সূত্রের বিকল্প রূপটি হলাে— স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক।

লেখচিত্র :

৪) চার্লসের সূত্র থেকে কীভাবে পরমশূন্য তাপমাত্রার ধারণা পাওয়া যায়?

অথবা, চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করাে।

অথবা, উষ্ণতার সেলসিয়াস ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করাে।

উত্তর: 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের আয়তন V0 হলে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে t°C উষ্ণতায় গ্যাসের আয়তন হবে,

`V_{t}=V_{0}(1+\frac{t}{273})`

–273°C উষ্ণতায় গ্যাসের আয়তন,

`V_{-273}=V_{0}(1-\frac{273}{273})=0`

সুতরাং চার্লসের সূত্র অনুযায়ী –273°C উষ্ণতায় কোনাে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এই উষ্ণতাকে পরমশূন্য উষ্ণতা বলা হয়।

উষ্ণতার সেলসিয়াস ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক : সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 যােগ করলে কেলভিন স্কেলের মান পাওয়া যায় অর্থাৎ সেলসিয়াস স্কেলে কোনাে উষ্ণতা t°C হলে এবং কেলভিন স্কেলে ঐ উষ্ণতার মান TK হলে T = t + 273।

৫) গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রটি লেখাে ও ব্যাখ্যা করাে। এই সূত্রটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করাে।

বয়েলের সূত্র : উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।

ব্যাখ্যা, নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের আয়তন V ও চাপ p হলে বয়েলের সুত্র অনুযায়ী V ∝ `\frac{1}{p}` (যখন উষ্ণতা স্থির)

বা, V=`\frac{K}{p}` বা, pV = K

যেখানে K একটি ধ্রুবক।

নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের উষ্ণতা স্থির থাকলে p1 চাপে গ্যাসের আয়তন V1 এবং p2 চাপে গ্যাসের আয়তন V2 হলে বয়েলের সূত্র অনুযায়ী, p1V1 = p2V2 

লেখচিত্র :  লেখচিত্রের প্রকৃতি হলাে সমপরাবৃত্ত।

৬) সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? একে সর্বজনীন বলে কেন? 

উত্তর: নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের সাথে কেলভিন স্কেলে উষ্ণতার অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। এক গ্রাম অণু পরিমাণ গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবকটিকে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে। একে মােলার গ্যাস ধ্রুবক ও বলা হয়।

যেহেতু যেকোনাে গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবক-এর মান সর্বদা সমান থাকে, তাই একে সর্বজনীন বলা হয়। সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান গ্যাসের ভর ও অবস্থা নির্ণয়কারী শর্তের ওপর নির্ভর করে না।

৭) গ্যাসের সমন্বয় সূত্রটি কী?

উত্তর: নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল পরম স্কেলে গ্যাসটির উষ্ণতার সমানুপাতিক। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র অনুসারে নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের প্রাথমিক অবস্থায় চাপ, আয়তন ও উষ্ণতা যথাক্রমে P1, V1, T1 এবং অন্তিম অবস্থায় চাপ, আয়তন ও উষ্ণতা যথাক্রমে P2, V2, T2 হলাে – `\frac{P_{1}V_{1}}{T_{1}}=\frac{P_{2}V_{2}}{T_{2}}`

৮) চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কী ?

উত্তর: চার্লসের সুত্রের ধ্রুবকগুলি হলাে গ্যাসের চাপ ও গ্যাসের ভর। 

৯) গ্যাসের চাপ বলতে কী বােঝাে? 

উত্তর: গ্যাসকে যে পাত্রে রাখা হয় গ্যাসের অণুগুলি সেই পাত্রের দেওয়ালে ধাক্কা মারে বা চাপ প্রয়ােগ করে। এই চাপ সবদিকে সমানভাবে ক্রিয়া করে। একে গ্যাসের চাপ বলে।

১০) গ্যাসের অণুগুলি স্থির না চলমান? উষ্ণতার পরিবর্তন হলে গ্যাসের অণুগুলির বেগ কীরূপ পরিবর্তন হয়?

উত্তর: গ্যাসের অণুগুলি সর্বদাই চলমান। উষ্ণতার বৃদ্ধি হলে গ্যাসের অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায় অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাস পেলে গ্যাসের অণুগুলির গতিবেগ হ্রাস পায়।

১১) গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্কটি লেখাে।

উত্তর: গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্কটি হলাে—  P = dRT/M যেখানে P = চাপ, D = ঘনত্ব, R = সর্বজনীন গ্যাস ধ্রুবক, T = উষ্ণতা, M = আণবিক ভর, অর্থাৎ গ্যাসের চাপ ঘনত্বের সমানুপাতিক।

১২) উষ্ণতার পরম স্কেল কাকে বলে?

উত্তর: পরমশূন্য অর্থাৎ –273° সেন্টিগ্রেডকে 0° ধরে যদি তাপমাত্রার প্রতি ডিগ্রিকে 1° সেন্টিগ্রেডের সমান হিসেবে মাপা হয় তাহলে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে পরম স্কেল বলে এবং পরম স্কেল অনুসারে তাপমাত্রার মানকে বলে পরম উষ্ণতা।

১৩) গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখাে।

উত্তর: গে লুসাকের গ্যাস আয়তন সূত্র অনুসারে বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, তবে সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে।

১৪) গ্যাসের আয়তন উল্লেখ করতে গেলে চাপ ও উষ্ণতার উল্লেখ করতে হয় কেন?

উত্তর: নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপ এবং উষ্ণতার ওপর নির্ভর করে। চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে এবং উষ্ণতা কমালে আয়তন কমে। একইভাবে উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ বাড়ালে আয়তন কমে আবার চাপ কমালে আয়তন বাড়ে। তাই গ্যাসের আয়তন বলার সময় চাপ ও উষ্ণতার উল্লেখ করতে হয়।

১৫) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে?

উত্তর: 

আদর্শ গ্যাস : যেসব গ্যাস যেকোনাে চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। যদিও আদর্শ গ্যাস শুধু কল্পনা মাত্র, বাস্তবে এমন কোনাে গ্যাসের অস্তিত্ব নেই।

বাস্তব গ্যাস : যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে। যেমন- অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি হলাে বাস্তব গ্যাস।

১৬) বাস্তব গ্যাসগুলি কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের মতাে আচরণ করে?

উত্তর: বাস্তব গ্যাসগুলি উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতাে আচরণ করে।

১৭) অ্যাভােগাড্রো প্রকল্পটি লেখাে।

উত্তর: সমচাপে ও সমতাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসীয় পদার্থের মধ্যে অণুর সংখ্যা সর্বদাই সমান।

১৮) আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও গ্যাসের ঘনত্ব d = PM/RT.

উত্তর: আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে,

PV = nRT বা, d = `\frac{PM}{RT}`

বা, PV = `\frac{W}{M}RT`

বা, PVM = WRT যেখানে d = `\frac{W}{V}` =

বা, `\frac{W}{V}` `\frac{PM}{RT}`

(মান ২/৩)

Extra Important Questions (অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন) : প্রতিটি প্রশ্নের মান ২/৩

১) একটি গ্যাসের পরম উষ্ণতা ও চাপ উভয়ই দ্বিগুণ করা হলাে। গ্যাসের অন্তিম আয়তন ও প্রাথমিক আয়তনের অনুপাত লেখাে।

২) চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা 0°C থেকে 273°C করলে গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনের কত গুণ হবে?

৩) গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করাে।

৪) পরমশূন্য উষ্ণতা কাকে বলে? পরমশূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন?

৫) তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে?

৬) গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে উঠার সময় আয়তনে বাড়ে কেন? 

৭) চার্লসের সূত্রটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করাে। চার্লসের সূত্র অনুযায়ী V – T লেখচিত্র অঙ্কন করাে।

৮) গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখাে।

৯) আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও যে গ্যাসের ঘনত্ব d = PM/RT.

১০) বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভােগাড্রো সূত্র প্রয়ােগ করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “Madhyamik Physical Science Suggestion 2022 PDF Chapter 2 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ | গ্যাসের আচরণ MCQ, অতিসংক্ষিপ্ত, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর”

Leave a Comment