দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography ভারতের উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে কী জান?

ভারতের উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে কী জান?

ভারতের উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে কী জান?  Class 10 | Geography | 3 Marks

উত্তর: ভারতের ম্যানগ্রোভ অরণ্য

অবস্থান: গঙ্গার বদ্বীপে অবস্থিত সুন্দরবন হল পৃথিবীর বৃহত্তম শানগ্রোভ বনভূমি অঞ্চল। এ ছাড়া, মহানদী, গােদাবরী, কৃয়া ও কাবেরীনদীর বদ্বীপ অঞল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও গুজরাতের কচ্ছ উপসাগরের তীরবর্তী অঞ্চলেও অল্প পরিমাণে এইপ্রকার বনভূমি দেখা যায়।।

বৈশিষ্ট্য: [i] জোয়ারের সময় প্লাবিত বনভূমির তলদেশের লবণাক্ত মাটিতে শ্বাসকার্য চালাতে অসুবিধা হয় বলে গাছগুলির শিকড় জোয়ারের জলসীমার ওপরে উঠে আসে, এগুলিকে বলে শ্বাসমূল। [ii] জোয়ারভাটা এবং ঢেউয়ের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য গাছগুলির গােড়ার দিকে অনেক ঠেসমূল থাকে। [iii] এইসব অঞ্চলে অনবরত জোয়ারভাটা হয় বলে মাটি সবসময় ভিজে থাকে। মাটি থেকে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় বলে গাছে সারাবছর পাতা থাকে। [iv] সেঁতসেঁতে পরিবেশে বেঁচে থাকতে হয় বলে গাছের কাণ্ডগুলি সুদৃঢ় হয়। [v] জোয়ারভাটা খেলে বলে গাছগুলিতে জরায়ুজ অঙ্কুরােদগম দেখা যায়। 

উদ্ভিদ: ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরী, গরান, গেওয়া, হেঁতাল, কেয়া, গােলপাতা প্রভৃতি গাছ বেশি দেখা যায়।

উপযােগিতা: [i] ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলির কাঠ খুব মূল্যবান। গােরুর গাড়ির চাকা, নৌকো, লাঙল, ঘরবাড়ির খুঁটি প্রভৃতি তৈরির জন্য এই কাঠ ব্যবহার করা হয়। [ii] এই অরণ্য থেকে প্রচুর পরিমাণে মধু, গােলপাতা প্রভৃতি সংগ্রহ করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!