Class 10 Class 10 Geography ম্যানিওর পিট বলতে কী বােঝ?

ম্যানিওর পিট বলতে কী বােঝ? 

ম্যানিওর পিট বলতে কী বােঝ? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

ম্যানিওর পিট: ভারতের গ্রামাঞ্চলে বর্জ্য সংগ্রহ বা বর্জ্য ব্যবস্থাপনার তেমন আধুনিক ব্যবস্থা নেই। তাই যত্রতত্র বর্জ্য নিক্ষেপ করার ফলে পরিবেশদূষণ ঘটে। এই সমস্যা সমাধানের জন্য ম্যানিওর পিট (manure pit) নামক নতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।

প্রক্রিয়া: এই পদ্ধতিতে বাড়িসংলগ্ন জমিতে একটি গর্ত খনন করা হয়। এরপর প্রতিদিন সেই গর্তের মধ্যে জৈব জঞ্জাল, গােবর প্রভৃতি ফেলে তাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। এভাবে গর্তটি ভরাট হয়ে গেলে তাকে স্থায়ীভাবে মাটি দ্বারা ঢেকে দিতে হয়। এরপর পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সেই গর্তের বর্জ্য সারে পরিণত হয়। এই বর্জ্য সার কৃষিকাজে ব্যবহৃত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “ম্যানিওর পিট বলতে কী বােঝ? ”

Leave a Comment