Class 12 Class 12 Education মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বােঝ? প্রকৃত মানুষ হওয়ার গুণাবলি কী?

মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বােঝ? প্রকৃত মানুষ হওয়ার গুণাবলি কী?

মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বােঝ? প্রকৃত মানুষ হওয়ার গুণাবলি কী? 1+3      Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks

উত্তর:-

মানুষ হয়ে ওঠার শিক্ষা : মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে সেই শিক্ষাকে বােঝায় যার মাধ্যমে বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা, পারস্পরিক সহযােগিতা প্রভৃতি গুণের বিকাশ ঘটে। এই শিক্ষার মূল কথা হল ‘মূল্যবােধ গড়ে তােলা’ | যথাযথ মানবিক মূল্যবােধ গড়ে উঠলে মানুষ সহজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রকৃত মানুষ নিজের স্বার্থের কথা ভুলে দেশের এবং দশের উপকারে নিজেকে উৎসর্গ করে।

প্রকৃত মানুষের গুণাবলি : প্রকৃত মানুষ হওয়ার গুণাবলি নীচে উল্লেখ করা হল —

[1] শারীরিকভাবে সুখ: প্রকৃত মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিক দিক থেকে সুস্থ হন। 

[2] স্বাভাবিক মানবিকাশ : এঁদের মনের বিকাশ স্বাভাবিক। 

[3] সংগতিবিধানে সক্ষম: এঁরা সহজেই সমাজের সব ধরনের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন। অর্থাৎ এদের সামাজিক বিকাশও যথাযথভাবে ঘটে থাকে।

[4] নীতিবােধ ও আধ্যাত্মিক চেতনা : এদের নীতিবােধ যেমন প্রবল হয়, তেমনি অধিকাংশ ক্ষেত্রেই এদের মধ্যে আধ্যাত্মিক চেতনারও প্রকাশ দেখা। 

[5] সুনাগরিক: এঁরা সুনাগরিক হন এবং রাষ্ট্রের আইনকানুন ও সংবিধান মেনে চলেন l

[6] জ্ঞানী ও পথপ্রদর্শক : এরা বিভিন্ন বিষয়ে জ্ঞান সঞ্চয় করে থাকেন।এরা মনে করেন, জ্ঞান অজ্ঞতার অন্ধকার দূর করে মানুষকে সত্য ও ন্যায়ের আলাের পথে পরিচালিত করে।

[7]  সহানুভূতিশীল : এঁরা সহানুভূতিশীল হন। , 

[8] উৎপাদনশীল : প্রকৃত মানুষ জ্ঞানসঞ্চয় এবং কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেন। 

[9] ঐতিহ্যের ধারক ও বাহক : এঁরা একদিকে যেমন সামাজিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হন, অন্যদিকে ঐতিহ্যের সংরক্ষণ ও উন্নয়নে সাহায্য করেন। 

[10] উদার ও মানবপ্রেমী: প্রকৃত মানুষেরা উদার মনের অধিকারী হন। তাঁরা মানবকল্যাণকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। 

[11] একত্রে বসবাসকারী: এঁরা স্বার্থপরতা দূর করে জাতিধর্মবর্ণভাষা নির্বিশেষে একসঙ্গে মিলেমিশে বাঁচার আদর্শে অনুপ্রাণিত হন। 

[12] সুব্যক্তিত্বের অধিকারী: প্রকৃত মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি সুব্যক্তিত্বের অধিকারী হন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বােঝ? প্রকৃত মানুষ হওয়ার গুণাবলি কী?”

Leave a Comment

error: Content is protected !!