মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বােঝ? প্রকৃত মানুষ হওয়ার গুণাবলি কী?

মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বােঝ? প্রকৃত মানুষ হওয়ার গুণাবলি কী? 1+3      Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks

উত্তর:-

মানুষ হয়ে ওঠার শিক্ষা : মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে সেই শিক্ষাকে বােঝায় যার মাধ্যমে বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা, পারস্পরিক সহযােগিতা প্রভৃতি গুণের বিকাশ ঘটে। এই শিক্ষার মূল কথা হল ‘মূল্যবােধ গড়ে তােলা’ | যথাযথ মানবিক মূল্যবােধ গড়ে উঠলে মানুষ সহজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রকৃত মানুষ নিজের স্বার্থের কথা ভুলে দেশের এবং দশের উপকারে নিজেকে উৎসর্গ করে।

প্রকৃত মানুষের গুণাবলি : প্রকৃত মানুষ হওয়ার গুণাবলি নীচে উল্লেখ করা হল —

[1] শারীরিকভাবে সুখ: প্রকৃত মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিক দিক থেকে সুস্থ হন। 

[2] স্বাভাবিক মানবিকাশ : এঁদের মনের বিকাশ স্বাভাবিক। 

[3] সংগতিবিধানে সক্ষম: এঁরা সহজেই সমাজের সব ধরনের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন। অর্থাৎ এদের সামাজিক বিকাশও যথাযথভাবে ঘটে থাকে।

[4] নীতিবােধ ও আধ্যাত্মিক চেতনা : এদের নীতিবােধ যেমন প্রবল হয়, তেমনি অধিকাংশ ক্ষেত্রেই এদের মধ্যে আধ্যাত্মিক চেতনারও প্রকাশ দেখা। 

[5] সুনাগরিক: এঁরা সুনাগরিক হন এবং রাষ্ট্রের আইনকানুন ও সংবিধান মেনে চলেন l

[6] জ্ঞানী ও পথপ্রদর্শক : এরা বিভিন্ন বিষয়ে জ্ঞান সঞ্চয় করে থাকেন।এরা মনে করেন, জ্ঞান অজ্ঞতার অন্ধকার দূর করে মানুষকে সত্য ও ন্যায়ের আলাের পথে পরিচালিত করে।

[7]  সহানুভূতিশীল : এঁরা সহানুভূতিশীল হন। , 

[8] উৎপাদনশীল : প্রকৃত মানুষ জ্ঞানসঞ্চয় এবং কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেন। 

[9] ঐতিহ্যের ধারক ও বাহক : এঁরা একদিকে যেমন সামাজিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হন, অন্যদিকে ঐতিহ্যের সংরক্ষণ ও উন্নয়নে সাহায্য করেন। 

[10] উদার ও মানবপ্রেমী: প্রকৃত মানুষেরা উদার মনের অধিকারী হন। তাঁরা মানবকল্যাণকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। 

[11] একত্রে বসবাসকারী: এঁরা স্বার্থপরতা দূর করে জাতিধর্মবর্ণভাষা নির্বিশেষে একসঙ্গে মিলেমিশে বাঁচার আদর্শে অনুপ্রাণিত হন। 

[12] সুব্যক্তিত্বের অধিকারী: প্রকৃত মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি সুব্যক্তিত্বের অধিকারী হন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment