মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলােচনা করাে। 

মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলােচনা করাে।      Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks

উত্তর:-

প্রকৃত মানুষ সৃষ্টিতে বিদ্যালয়ের ভূমিকা :

[1] মানসিক বিকাশে সহায়তা: বিদ্যালয়ে শিক্ষা ও শিখনের ফলে শিক্ষার্থীর মানসিক বিকাশ ঘটে। শুধু তাই নয়, বিদ্যালয়েই শিক্ষার্থীর বিকশিত মানসিক ক্ষমতাগলির অনুশীলন হয়। পরবর্তীকালে সেগুলি সমাজ ও জাতির কল্যাণে শিক্ষার্থী প্রয়ােগ করে থাকে।

[2] সংগতিবিধানে সহায়তা : বিদ্যালয় পরিবেশে শিক্ষা-শিখনের মধ্য দিয়ে সংগতিবিধানের অনুশীলন হয়। ফলে শিক্ষার্থী নিজেকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে মানিয়ে নিতে সক্ষম হয়ে ওঠে। 

[3] সামাজিক প্রতিষ্ঠালাভে সহায়তা : বিদ্যালয়জীবনে বিভিন্ন ধরনের দলগত কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীর মধ্যে এমন কয়েকটি দক্ষতা আসে যা ভবিষ্যৎ জীবনে তাকে সমাজে প্রতিষ্ঠা লাভে, সুনাম অর্জনে এবং সামাজিকভাবে সমৃদ্ধ হতে সাহায্য করে। 

[4] আর্থিক সাফল্য অর্জনে সহায়তা : বিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীকে বৃত্তিমূলক শিক্ষার সুযােগ করে দেওয়া হয়, যাতে শিক্ষার্থী ভবিষ্যতে সেই বৃত্তি গ্রহণ করে, উপার্জনক্ষম হয়ে উঠতে পারে।

[5] গণতান্ত্রিক আদর্শের বিকাশ : বিভিন্ন বিষয়ে জ্ঞান ও শিক্ষামূলক কার্যসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করে গণতান্ত্রিক চেতনা প্রকৃত মানুষের অন্যতম বৈশিষ্ট্য বলে বিবেচিত হয়। 

[6] মূল্যবােধের বিকাশ : বিদ্যালয় পরিকল্পিতভাবে বিভিন্ন কর্মসূচির সাহায্যে মূল্যবােধসম্পন্ন মানুষ তৈরি করার চেষ্টা করে। বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা প্রভৃতি গুণ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে প্রবেশ করে এবং তাকে প্রকৃত মানুষে পরিণত করে। 

[7] জাতীয় বিকাশে সহায়তা: জাতীয় উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। 

[8] আন্তর্জাতিক বােঝাপড়ার ক্ষেত্রে সহায়তা : বিদ্যালয়ে পঠনপাঠন ও অন্যান্য কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক চেতনা গড়ে ওঠে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment