মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষা নিয়ে আলােচনা করাে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষা নিয়ে আলােচনা করাে

উত্তর :

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষা

যুক্তরাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থায় প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব আরােপ করা হয়। আমেরিকাবাসীরা বিশ্বাস করে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মধ্য দিয়ে প্রতিটি শিশুমনের বিকাশ ঘটে ও সমাজে মানুষে মানুষে সম্বন্ধ স্থাপনে সহায়তা করে। তাই প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কেবল ব্যক্তির সুপ্ত সম্ভাবনা বিকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। এর একটা সামাজিক উদ্দেশ্যও আছে। প্রাথমিক শিক্ষার প্রসার নীতি নির্ধারণ ও কর্মস্থা গ্রহণে সক্রিয় অংশগ্রহণ করে থাকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষা

1) প্রাথমিক শিক্ষার লক্ষ্য : U.S.A-তে 6 বছরের প্রত্যেক শিক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয়ে যােগদান করা বাধ্যতামূলক। 1918 সালে বাধ্যতামূলক আইন ঘােষিত হয়। এই শিক্ষার লক্ষ্য হলাে—

(i) শিক্ষার্থীর স্বাস্থ্যভ্যাস গঠন করা। (ii) শিক্ষার্থীর মধ্যে গণতান্ত্রিক চেতনাবােধ জাগ্রত করা। (iii) আদর্শ জীবন গঠন ও সর্বাঙ্গীণ বিকাশ সাধন করা এই শিক্ষাব্যবস্থার অন্যতম লক্ষ্য। (iv) অতীত সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে শিক্ষার্থীকে সচেতন করা।

2) উদ্দেশ্য : (i) কাজের মাধ্যমে শিশুর চরিত্রে সামাজিক অধিকার, খেলাধুলা ও সহযােগিতামূলক মনােভাব ও নিজস্ব মতামত গঠন। (ii) শিশুদের প্রাথমিক চাহিদা পুরণ করা ও অন্যান্য মানসিক জিনিসের সঙ্গে পরিচয় করানাে। (iii) শিশুদের প্রাত্যহিক জীবনে বৈজ্ঞানিক মনােভাব ও বিজ্ঞানের ব্যবহার সম্পর্কে সচেতন করা। (iv) আদর্শ ও গণতান্ত্রিক নাগরিক গঠনের জন্য শিশুদের বিভিন্ন জিনিস সম্পর্কে আনুগত্যের বিকাশ ঘটাতে ও জানতে সহায়তা করা হয়। (v) এই পর্যায়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিকতাবােধ সম্বন্ধে সচেতন করে তােলা হয়।

3) সংগঠন : সাধারণত আমেরিকার প্রাথমিক শিক্ষা 8 বছরের (গ্রেড I-VIII) হয়, যা শিক্ষার প্রথাগত ধরনকে নির্দেশ করে। 6 বছর বয়সে ভর্তি হওয়া শিক্ষার্থী 14 বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা পায়। কিন্তু বর্তমানে আরও 2 বছর কমিয়ে প্রাথমিক শিক্ষা 6-12 বছর পর্যন্ত করা হয়েছে।

4) পাঠ্যক্রম : বিদ্যালয়সমূহের জন্য যুক্তরাষ্ট্রে কোনাে জাতীয় পাঠক্রম নেই। রাজ্যগুলি নিজ নিজ প্রয়ােজন ও সুবিধা অনুসারে পাঠক্রমের একটি সাধারণ নির্দেশ দিয়ে থাকে। তাই জাতীয় পাঠক্রম না থাকলেও সমগ্র যুক্তরাষ্ট্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রায়। একইরকম পাঠক্রম অনুসৃত হয়।

আমেরিকার শিক্ষাব্যবস্থায় নাগরিকতার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় এদিকে লক্ষ রেখে সকল বিষয়ই পাঠক্রমে ঢুকেছে। আগে লেখা, পড়া ও গণিতকে গুরুত্ব দেওয়া হতাে। পরে এই তিনটির সঙ্গে বিনােদন ও সামাজিকতা সম্পর্কযুক্ত হয়। তাছাড়া সমাজবিদ্যা, বিজ্ঞান, শিল্পকলা, সংগীত ও শারীরবিদ্যা অন্তর্ভুক্ত হয়। এখানে শিশুদের চাহিদার দিকে লক্ষ রাখা হয় বলেই পাঠক্রম সর্বদা একরকম থাকে না। দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকদেরকে পাঠ্যক্রম পরিবর্তনে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়।

5) শ্রেণিকক্ষের গঠন এবং উপকরণ : প্রাথমিক বিদ্যালয়গুলি শিশুর শিক্ষার সাহায্যের জন্য বিভিন্ন উপাদান জোগান ও অভিজ্ঞতা লাভের ব্যবস্থা করে। শিশু যখন বিভিন্ন বিষয় সম্পর্কে স্কুলে শিক্ষালাভ করে, তখন তাদের ডাকঘর, বিমানবন্দর, অগ্নিনির্বাপণ কেন্দ্র, জলসরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রভৃতির সঙ্গে বাস্তব। পরিচয় ঘটিয়ে দেবার জন্য তাদের এসব জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া হয়। এছাড়া বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে জানানাে এবং সেইসব আবিষ্কার কীভাবে শিক্ষার। কাজে লাগানাে যায় তা সব শিক্ষাব্যবস্থার মধ্যে পাই।

6) অর্থনৈতিক ধারণা ; অর্থনৈতিক নিয়ন্ত্রণের দিক থেকে বিচার করলে প্রাথমিক বিদ্যালয়গুলিকে দু’ভাগে ভাগ করা যেতে পারে। যথা-(i) Public School, (ii) Private School. Private Schoolগুলিকে আবার দু’ভাগে ভাগ করা যায়।

1) Paradual এগুলি বিভিন্ন ধর্মীয় সংস্থা দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

2) দ্বিতীয় ধরনের বিদ্যালয়গুলি জনগণের দেওয়া অর্থে পরিচালিত হয় এবং ধর্মীয় প্রভাব থেকে মুক্ত।

7) শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্র-শিক্ষক সম্পর্ক খুবই মধুর। এখানে ছাত্র-শিক্ষক উভয়ই বন্ধুসুলভ মনােভাব নিয়ে সমস্যার সমাধান ও নির্দেশনা দান করেন। শিক্ষক শিক্ষার্থীর বন্ধু, সহায়ক ও পথপ্রদর্শক। তিনি শিক্ষার্থীকে জ্ঞানলাভে সহায়তা করেন মাত্র। জোর করে শিক্ষার্থীর ওপর তিনি কোনাে মনােভাব চাপিয়ে দেন শিক্ষক হলেন দর্পণস্বরূপ

8) শিক্ষক-অভিভাবক সম্পর্ক : আমেরিকার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকঅভিভাবক সম্পর্ক খুব ঘনিষ্ঠ। এখানে শিক্ষক-অভিভাবক সম্পর্ক খুব শক্তিশালী। যেকোনাে সমস্যা যেমন পাঠক্রম কিংবা পাঠক্রম রূপায়ণ, স্বাস্থ্যের চাহিদা, মানসিক সমস্যা ইত্যাদি সমস্যার উদ্ভব হলে অভিভাবক ও শিক্ষকেরা মিলিত হতে পারেন। এছাড়াও বৃহত্তর কোনাে সংকট দেখা দিলেও তারা মিলিত হন।

9) বিদ্যালয় শিক্ষার সাংগঠনিক কাঠামাে : যুক্তরাষ্ট্রীয় সরকারের কোনাে শিক্ষামন্ত্রক বা শিক্ষাদপ্তর নেই। রাজ্য প্রশাসনের হাতে সর্বাধিক ক্ষমতা ন্যস্ত থাকে। 50টি রাজ্যের প্রত্যেকের নিজস্ব শিক্ষা মন্ত্রক ও রাজ্য শিক্ষা বিভাগ আছে। এই শিক্ষা বিভাগ বা State Dept. of Education-এর অন্তর্গত। (i) স্টেট বাের্ড অব এডুকেশন, (ii) রাজ্য শিক্ষা অধিকর্তা এবং তাঁর অফিস ও কর্মীবৃন্দ।

উদাহরণ : সবশেষে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাথমিক শিক্ষাব্যবস্থা যথেষ্ট উন্নত। তার অন্যতম কারণ সরকার তথা জনগণের যেমন শিক্ষার প্রতি সদিচ্ছা, সচেতনতা রয়েছে ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment