মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর: মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হওয়ার কারণ :
1) দিনের বেলা আকাশে মেঘের আবরণ সূর্যরশ্মিকে ভূপৃষ্ঠে পৌঁছােতে বাধা দেয় এবং রাতে ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে মহাশূন্যে অর্থাৎ পৃথিবীর আবহমণ্ডলের বাইরে পৌঁছােতে দেয় না। ফলে, আকাশে মেঘের আবরণ থাকলে দিনের বেলা উত্তাপ কমে এবং রাতে উত্তাপ বাড়ে।
2) কিন্তু রাতে আকাশ যদি মেঘমুক্ত হয় তাহলে দিনের বেলা আগত তাপের পুরােটা ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে মহাশূন্যে অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যেতে পারে। এর ফলে ভূপৃষ্ঠসংলগ্ন বায়ুস্তরও শীতল হয়। এই কারণে মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thanks 🙏👍