মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এবং কে এটি আবিষ্কার করেন?

মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এবং কে এটি আবিষ্কার করেন?

উত্তর:

অবস্থান : পাকিস্তানের কোয়েটা শহর থেকে ১৫০ কিমি দূরে বালুচিস্তানের কাচ্চি জেলার বােলান গিরিপথের ধারে মেহেরগড় প্রত্নক্ষেত্রের (প্রায় ৫০০ একর জুড়ে) অবস্থান। 

সীমানা :  মেহেরগড় সভ্যতা ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসােয়া জারিজ, রিচার্ড মিডাের সহায়তায় ১৯৭৪ খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। মেহেরগড় সভ্যতার উত্তরে বােলান গিরিপথ, কাকর পর্বতশ্রেণি, লােরলাই-ঝােব নদী, দক্ষিণে কাচ্চি সমভূমি, সিন্ধু নদ, কিরথর পর্বতশ্রেণি, পূর্বে সুলেমান পর্বতশ্রেণি, সিন্ধু উপত্যকা এবং পশ্চিম সীমানায় হেলমন্দ, মারগাে ও তাহলাব মরুভূমি অবস্থিত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment