Class 6 Class 6 History মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এবং কে এটি আবিষ্কার করেন?

মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এবং কে এটি আবিষ্কার করেন?

মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এবং কে এটি আবিষ্কার করেন?

উত্তর:

অবস্থান : পাকিস্তানের কোয়েটা শহর থেকে ১৫০ কিমি দূরে বালুচিস্তানের কাচ্চি জেলার বােলান গিরিপথের ধারে মেহেরগড় প্রত্নক্ষেত্রের (প্রায় ৫০০ একর জুড়ে) অবস্থান। 

সীমানা :  মেহেরগড় সভ্যতা ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসােয়া জারিজ, রিচার্ড মিডাের সহায়তায় ১৯৭৪ খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। মেহেরগড় সভ্যতার উত্তরে বােলান গিরিপথ, কাকর পর্বতশ্রেণি, লােরলাই-ঝােব নদী, দক্ষিণে কাচ্চি সমভূমি, সিন্ধু নদ, কিরথর পর্বতশ্রেণি, পূর্বে সুলেমান পর্বতশ্রেণি, সিন্ধু উপত্যকা এবং পশ্চিম সীমানায় হেলমন্দ, মারগাে ও তাহলাব মরুভূমি অবস্থিত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment