মেহেরগড় সভ্যতার প্রথম পর্বের পরিচয় দাও।
উত্তর:–
সূচনা : মেহেরগড় সভ্যতা ছিল মূলত কৃষিনির্ভর সভ্যতা।
মেহেরগড় সভ্যতার প্রথম পর্ব —
[1] সময়কাল : মেহেরগড় সভ্যতার প্রথম পর্বের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দ পর্যন্ত। এই সময়কাল মেহেরগড় সভ্যতার সব থেকে পুরােনাে পর্যায় ছিল বলে অনুমান করা হয়।
[2] কৃষিকাজ : কৃষিকাজের মধ্যে মেহেরগড়বাসী এই পর্বে গম ও যব ফলাতে জানত।
[3] গৃহপালিত পশু : মেহেরগড় সভ্যতার প্রথম পর্বের গৃহপালিত পশু ছিল ছাগল, ভেড়া ও কুঁজওয়ালা ষাঁড়।
[4] প্রত্নতাত্ত্বিক নিদর্শন : মেহেরগড়ে পাথরের জাঁতা বা শস্য পেষার যন্ত্র মিলেছে। জানা গেছে এই সভ্যতার প্রথম পর্বে মেহেরগড়বাসী পাথরের ছুরি ও পশুর হাড়ের যন্ত্রপাতি বানাতে পারত।
[5] ঘরবাড়ি : মেহেরগড় সভ্যতার এই পর্যায়ে তৈরি মাটির বাড়িগুলিতে রােদে পােড়ানাে ইটের ব্যবহার দেখা যায়। এই বাড়িগুলিতে একাধিক ঘর থাকত।
[6] শস্য মজুত ব্যবস্থা : মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ের অন্তর্ভুক্ত কয়েকটি ইমারতের আকার সাধারণ বাড়ির চেয়ে অনেক বড়াে ছিল। প্রত্নতাত্ত্বিকদের অনুমান এই বড়াে বাড়িগুলিতে শস্য মজুত রাখা হত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।