মেন্ডেল দ্বারা নির্বাচিত সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করাে। জিনােটাইপ ও ফিনােটাইপের দু’টি পার্থক্য লেখাে।

প্রশ্ন: মেন্ডেল দ্বারা নির্বাচিত সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করাে। জিনােটাইপ ও ফিনােটাইপের দু’টি পার্থক্য লেখাে।

উত্তর: 

সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য হলাে—

বৈশিষ্ট্য প্রকট প্রচ্ছন্ন
1.কাণ্ডের দৈর্ঘ্যলম্বাবেঁটে
2.কাণ্ডে ফুলের অবস্থানকাক্ষিকশীর্ষস্থ
3.ফলের বর্ণসবুজহলদে 
4.পরিপক্ব ফলের আকৃতিস্ফীতখাঁজযুক্ত
5.বীজের আকারগােলাকারকুঞ্চিত
6.বীজপত্রের বর্ণহলদেসবুজ
7.বীজত্বকের বর্ণরঙিনসাদা

জিনােটাইপ ও ফিনােটাইপ-এর পার্থক্য :

জিনােটাইপফিনােটাইপ
এটি জিনগত বৈশিষ্ট্য lএটি বাহ্যিক বৈশিষ্ট্য l
পরীক্ষার দ্বারা নির্ণয় করা যায়।খালি চোখে দেখে নির্ণয় করা যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “মেন্ডেল দ্বারা নির্বাচিত সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করাে। জিনােটাইপ ও ফিনােটাইপের দু’টি পার্থক্য লেখাে।”

Leave a Comment