মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি আলােচনা করাে

মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি আলােচনা করাে  Class 10 | Geography | 5 Marks

উত্তর: মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণসমূহ বিভিন্ন প্রাকৃতিক কারণে মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় হয়। যেমন —

1. ভূপ্রকৃতি : সমভূমির তুলনায় পার্বত্য বা মালভূমি অঞ্চলে ভূমিক্ষয় বেশি হয়। ভূমির ঢাল বেশি থাকে বলে মাটির স্তর কম গভীর হয় এবং শিথিল উপরিভাগ বৃষ্টিপাতের জলপ্রবাহের সাথে দ্রুত অপসারিত হয়। 

2. ঝড় : ঝড়ের ফলে গাছ মাটি থেকে উপড়ে পড়লে মাটির বাঁধন আলগা হয়ে যায়। এর ফলে মৃত্তিকা ক্ষয় বেশি হয়। 

3. বৃষ্টিপাতের প্রকৃতি : বৃষ্টিপাতের পরিমাণ ও তার স্থায়িত্ব খুব বেশি হলেও মৃত্তিকা ক্ষয় বেশি হয়। আবার, বৃষ্টিপাতের স্থায়িত্ব ও পরিমাণ কম হলে মৃত্তিকা ক্ষয় কম হয়।

4. বায়ুপ্রবাহ: উদ্ভিদহীন মরু অঞলে ও তার আশেপাশের উন্মুক্ত স্থানে প্রবল বায়ুপ্রবাহের জন্য মৃত্তিকার উপরিস্তর অপসারিত হয়। এর ফলে বিশাল এলাকা জুড়ে মৃত্তিকা ক্ষয় হয়। 

5. প্রবহমান জলধারা : পার্বত্য অঞ্চলে ক্ষণিক বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট জলপ্রবাহের দ্বারা বিপুল পরিমাণে মৃত্তিকা ক্ষয় হয়। স্তর ক্ষয়, নালী ক্ষয়, প্রণালী ক্ষয় হল জলপ্রবাহ দ্বারা ক্ষয়ের বিভিন্ন রূপ।

6. ভূমিধস : অধিক বৃষ্টিপাত কিংবা ভূ-আলােড়নে পার্বত্য অঞ্চলে ভূমিধস ঘটলে নিমেষের মধ্যে বিপুল পরিমাণে মৃত্তিকা স্থানান্তরিত হয় অর্থাৎ মৃত্তিকার ক্ষয় হয়। অবশ্য ত্রুটিপূর্ণ নির্মাণ কার্য, বৃক্ষচ্ছেদন প্রভৃতি মনুষ্যসৃষ্ট ক্রিয়াকলাপের জন্যও পার্বত্য অঞ্চলে ভূমিধস তথা মৃত্তিকা ক্ষয় হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment