পার্থক্য লেখাে : মােনাডনক ও ইনসেলবার্জ । Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
মােনাডনক ও ইনসেলবার্জের পার্থক্য : মােনাডনক ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্যগুলি হল —
| বিষয় | মােনাডনক | ইনসেলবার্জ | 
|---|---|---|
| ধারণা | তরঙ্গায়িত পাথুরে ভূমি বা সমপ্ৰায়ভূমির মাঝে অবস্থিত কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলা। বা পাহাড় হল মােনানক। | ধু-ধু মরুভূমির মাঝে দ্বীপের মতাে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ বলে। | 
| সৃষ্টি | এটি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। | এটি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। | 
| আকৃতি | এটি দেখতে অনেকটা ওলটানাে গামলার মতাে হয়। অর্থাৎ উপরিভাগ গােলাকার হলেও পার্শ্বদেশ বেশি খাড়া হয় না। | এর শিখরদেশ কিছুটা গােলাকার হলেও পার্শ্বদেশ খাড়াই হয়। | 
| জলবায়ু | এটি আর্দ্র জলবায়ুতে গঠিত হয়। | এটি শুষ্ক মরু ও মরুপ্রায় জলবায়ুতে গড়ে ওঠে। | 
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
