মােনাডনক ও ইনসেলবার্জ এর পার্থক্য ?

পার্থক্য লেখাে : মােনাডনক ও ইনসেলবার্জ ।  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

মােনাডনক ও ইনসেলবার্জের পার্থক্য : মােনাডনক ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্যগুলি হল —

বিষয়মােনাডনক ইনসেলবার্জ 
ধারণাতরঙ্গায়িত পাথুরে ভূমি বা সমপ্ৰায়ভূমির মাঝে অবস্থিত কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলা। বা পাহাড় হল মােনানক। ধু-ধু মরুভূমির মাঝে দ্বীপের মতাে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ বলে। 
সৃষ্টিএটি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।এটি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।
আকৃতিএটি দেখতে অনেকটা ওলটানাে গামলার মতাে হয়। অর্থাৎ উপরিভাগ গােলাকার হলেও পার্শ্বদেশ বেশি খাড়া হয় না। এর শিখরদেশ কিছুটা গােলাকার হলেও পার্শ্বদেশ খাড়াই হয়।
জলবায়ুএটি আর্দ্র জলবায়ুতে গঠিত হয়।এটি শুষ্ক মরু ও মরুপ্রায় জলবায়ুতে গড়ে ওঠে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment