দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography মধ্য ভারতের উচ্চভূমির অবস্থান ও ভূপ্রকৃতির বিবরণ দাও।

মধ্য ভারতের উচ্চভূমির অবস্থান ও ভূপ্রকৃতির বিবরণ দাও। 

মধ্য ভারতের উচ্চভূমির অবস্থান ও ভূপ্রকৃতির বিবরণ দাও।  Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

অবস্থান : পশ্চিমে আরাবল্লি, দক্ষিণে নর্মদা নদী ও দাক্ষিণাত্যের মালভূমি, পূর্বে পূর্ব ভারতের উচ্চভূমি এবং উত্তরে উত্তর ভারতের সমভূমির মধ্যবর্তী স্থানে যে উচ্চভূমি অঞ্চলটি অবস্থিত, তাকে বলা হয় মধ্যভারতের উচ্চভূমি। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যের উচ্চভূমি নিয়ে এই অঞ্চলটি গঠিত।

ভূপ্রকৃতি : 

1. আরাবল্লি পর্বত: এই উচ্চভূমির পশ্চিমাংশে আরাবল্লি পর্বত অবস্থিত। আরাবল্লি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। বহুযুগ ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে এর উচ্চতা অনেক কমে গেছে। গুরুশিখর (1722 মি) ও মাউন্ট আবু (1158 মি) আরাবল্লি পর্বতের দুটি উল্লেখযােগ্য শৃঙ্গ।

2. রাজস্থান মালভূমি ও পাথার: আরাবল্লি পর্বতের পূর্বে অবস্থিত রাজস্থান মালভূমি প্রধানত একটি সময়ভূমি। এর দক্ষিণে রয়েছে। মধ্যভারতের পাথার অঞ্চল l

3. বিন্ধ্য পর্বত: এই উচ্চভূমির প্রধান পর্বতমালার নাম বিন্ধ্য পর্বত (1050 কিমি দীর্ঘ)। পূর্ব-পশ্চিমে বিস্তৃত বিন্ধ্য পর্বতের গড় উচ্চতা 550 মিটার এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মানপুর (881 মি)। বিন্ধ্য পর্বত থেকে চম্বল ও মাহী নদীর উৎপত্তি হয়েছে। 

4. নর্মদা উপত্যকা: বিন্ধ্য পর্বতের দক্ষিণে নর্মদা নদী কোথাও উন্মুক্ত উপত্যকা, আবার কোথাও গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।

5. মালব ও বুন্দেলখণ্ড মালভূমি: বিন্ধ্য পর্বতের উত্তরে অবস্থিত মালব মালভূমি এবং এর উত্তর-পূর্বাংশে অবস্থিত বুন্দেলখণ্ড মালভূমি। এই অঞ্চলে মাহী, নর্মদা ও অন্যান্য ছােটো ছােটো নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হয়ে মেসা (mesa) ভূভাগের সৃষ্টি করেছে। 

6. রেওয়া মালভূমি: বিন্ধ্য পর্বতের পূর্বাংশের নাম রেওয়া মালভূমি। এটি ঢেউখেলানাে ও লাভা দ্বারা গঠিত।

চিত্র : মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমি

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!