Class 12 Class 12 Education মনােযােগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে ।

মনােযােগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে ।

মনােযােগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে। Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:-

মনােযােগের বৈশিষ্ট্য 

মনােযােগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল— 

[1] কেন্দ্রানুগ: টিচেনারের মতে চেতনার দুটি স্তর আছে— i. কেন্দ্রীয় চেতনার স্তর ও ii. প্রান্তীয় চেতনার স্তর। বস্তু যখন কেন্দ্রীয় চেতনার স্তরে অবস্থান করে তখন বস্তু সম্পর্কে আমরা সচেতন হই অর্থাৎ মনােযােগী হই।

[2] নির্বাচনধর্মী: উডওয়ার্থ প্রমুখ আচরণবাদী মনােযােগের নির্বাচনধর্মী বৈশিষ্ট্যের ওপর গুরুত্ব দিয়েছেন। মনােযােগে একাধিক বিষয় বা বস্তুর মধ্যে থেকে একটিকে বেছে নেওয়া হয়।

[3] পরিসরযুক্ত: মুহূর্তমাত্র দেখে বা শুনে ব্যক্তি যতগুলি বস্তুর প্রতি মনােযােগ দেয়, তাকে মনােযােগের পরিসর বলে।

[4] সঞ্চারণশীল: একটি নির্দিষ্ট বস্তুর প্রতি ইচ্ছা সত্ত্বেও প্রাকৃতিক নিয়মে বেশিক্ষণ মনােযােগ দেওয়া যায় না, মনােযােগ পার্শ্ববর্তী অন্য বস্তুতে চলে যায়। একে মনােযােগের সঞ্চারণশীলতা (oscillation of attention) বলে। পরীক্ষায় দেখা গেছে, গড়ে দুই সেকেন্ড অন্তর এটি ঘটে। ট্যাটিসটোস্কোপ (Tachistoscope) যন্ত্রের সাহায্যে এটি পরিমাপ করা যায়।

[5] চঞ্চল: কোনাে বস্তুর প্রতি গভীর মনােযােগ দেওয়ার সময় দেখা যায়, কিছু সময় অন্তর মনােযােগ অন্যত্র চলে যায়, আবার তা ফিরে আসে। মনােযােগের এই বৈশিষ্ট্যকে মনােযােগের চঞ্চলতা বলে। পরীক্ষায় দেখা গেছে, মনােযােগের এই চঞ্চলতা 8-12 সেকেন্ড অন্তর ঘটে।

[6] দৈহিক পরিবর্তনভিত্তিক: মনােযােগের সময় দৈহিক পরিবর্তন ঘটে। এর মধ্যে উল্লেখযােগ্য হল অঙ্গ-সঞ্চালনমূলক, ইন্দ্রিয়ঘটিত এবং স্নায়ুঘটিত পরিবর্তন।

[7] সীমাবদ্ধ ও একমুখী: এক সময়ে একটি বস্তু বা বিষয়ের ওপর মনােযােগ দেওয়া যায়। একই সময়ে একাধিক বস্তু বা বিষয়ের ওপর মনােযােগ দেওয়া যায় না। 

[8] শর্তনির্ভর: মনােযােগের শর্তগুলিকে দু-ভাগে ভাগ করা যায়। i. বস্তুগত শর্ত ও ii. ব্যক্তিগত শর্ত। বস্তুগত শর্তগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল উদ্দীপকের তীব্রতা, নতুনত্ব, আকার, পরিবর্তনশীলতা ইত্যাদি। ব্যক্তিগত শর্তগুলির মধ্যে উল্লেখযােগ্য হল আগ্রহ, অভিজ্ঞতা ইত্যাদি।

[9] নতুনত্বসন্ধানী: মনােযােগ হল অনুসন্ধানী। মনােযােগ সব সময় বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে বৈচিত্র্য বা নতুনত্ব খুঁজে বেড়ায়। উদাহরণস্বরূপ বলা যায় শিশুরা নতুন খেলনার প্রতি সহজেই আকৃষ্ট হয়। 

[10] সম্বন্ধস্থাপনে সহায়ক: মনােযােগ বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করতে সহায়তা করে। 

[11] প্রচেষ্টামূলক ক্রিয়া: মনােযােগের মধ্যে একটি প্রচেষ্টামূলক ক্রিয়া রয়েছে। ম্যাকডুগালের মতে, জানার প্রচেষ্টাই হল মনােযােগ।

[12] উপযােজননির্ভর: মনােযােগের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়বস্তুর বিশেষ উপযােজন প্রয়ােজন। 

[13] মনােযােগ ও আগ্রহ: ম্যাকডুগালের মতে, মনােযােগ হল সক্রিয় আগ্রহ আর আগ্রহ হল সুপ্ত মনােযােগ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!