মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্যগুলি লেখাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য : মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল—
| বিষয় | মন্থকূপ | প্রপাতকূপ | 
| ধারণা | পার্বত্য প্রবাহে নদীবাহিত পাথরগুলির সঙ্গে নদীখাতের সংঘর্ষের ফলে নদীখাতে মাঝে মাঝে যেসব ছােটো ছােটো গর্তের সৃষ্টি হয়, সেগুলিকে মন্থকূপ নামে অভিহিত করা হয়। | পার্বত্য অঞলে নদীর প্রবাহ পথে জলপ্রপাতের জল প্রবল বেগে ওপর থেকে নীচে পড়ে নদীখাতে যে গর্ত তৈরি করে, তাকে বলে প্রপাতকূপ। | 
| অবস্থান | পার্বত্য অঞ্চলের প্রায় সব নদীতেই মন্থকূপ আছে। | প্রায় সব জলপ্রপাতেরই পাদদেশে প্রপাতকূপ থাকে। | 
| গঠনের শর্ত | নদীর গতিবেগ, নদীবাহিত পদার্থসমূহের প্রকৃতি ও নদীখাতের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে মন্থকূপের গঠন। | জলপ্রপাতের উচ্চতা, নদীতে জলের পরিমাণ ও প্রস্তরখণ্ডের আকার আয়তনের ওপর নির্ভর করে প্রপাতকূপের গঠন। | 
| আয়তন | বেশিরভাগ মন্থকূপ আয়তনে ছােটো হয়। | অধিকাংশ প্রপাতকূপ আয়তনে বড়াে হয়। | 
| গভীরতা | মন্থকূপের গভীরতা খুব কম হয়। | প্রপাতকূপের গভীরতা বেশি হয়। | 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
 
					
Thank you so much
Thankyou ☺️
প্রপাত কূপ ও মন্তব্য মধ্যে পার্থক্য চিত্রসহ দেখাও এক্ষুনি মধ্যে লাগবে জরুরী
চিত্র দিয়ে দেওয়া হলো।