দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্যগুলি লেখাে।

মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্যগুলি লেখাে।

মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্যগুলি লেখাে।   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য : মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল— 

বিষয়মন্থকূপ প্রপাতকূপ
ধারণা পার্বত্য প্রবাহে নদীবাহিত পাথরগুলির সঙ্গে নদীখাতের সংঘর্ষের ফলে নদীখাতে মাঝে মাঝে যেসব ছােটো ছােটো গর্তের সৃষ্টি হয়, সেগুলিকে মন্থকূপ নামে অভিহিত করা হয়।পার্বত্য অঞলে নদীর প্রবাহ পথে জলপ্রপাতের জল প্রবল বেগে ওপর থেকে নীচে পড়ে নদীখাতে যে গর্ত তৈরি করে, তাকে বলে প্রপাতকূপ
অবস্থান পার্বত্য অঞ্চলের প্রায় সব নদীতেই মন্থকূপ আছে।প্রায় সব জলপ্রপাতেরই পাদদেশে প্রপাতকূপ থাকে।
গঠনের শর্তনদীর গতিবেগ, নদীবাহিত পদার্থসমূহের প্রকৃতি ও নদীখাতের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে মন্থকূপের গঠন।জলপ্রপাতের উচ্চতা, নদীতে জলের পরিমাণ ও প্রস্তরখণ্ডের আকার আয়তনের ওপর নির্ভর করে প্রপাতকূপের গঠন। 
আয়তন বেশিরভাগ মন্থকূপ আয়তনে ছােটো হয়।অধিকাংশ প্রপাতকূপ আয়তনে বড়াে হয়।
গভীরতা মন্থকূপের গভীরতা খুব কম হয়।প্রপাতকূপের গভীরতা বেশি হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

4 thoughts on “মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্যগুলি লেখাে।”

  1. প্রপাত কূপ ও মন্তব্য মধ্যে পার্থক্য চিত্রসহ দেখাও এক্ষুনি মধ্যে লাগবে জরুরী

    Reply

Leave a Comment

error: Content is protected !!