উষ্ণ মরু অঞ্চলে দিনের বেলায় প্রচণ্ড উত্তাপ ও রাতের বেলা খুবই কম উত্তাপ থাকে কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর: উষ্ণ মরু অঞ্চলে দিনের বেলায় প্রচণ্ড উত্তাপ ও রাতের বেলা খুবই কম উত্তাপ থাকার কারণ : সাধারণভাবে বলা যায়, আকাশে মেঘের আবরণ না থাকলে দিনের বেলা সূর্যরশ্মি বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তােলে এবং রাতের বেলা আবার ভূপৃষ্ঠ থেকে বিকিরিত এই তাপ দীর্ঘতরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। অর্থাৎ দিনের বেলা যেমন উত্তাপ বাড়ে তেমনই রাতের বেলা উত্তাপ কমে। যেমন—উয় মরু অঞলের বায়ুমণ্ডল দিনের বেলা প্রচণ্ড উত্তপ্ত হয় কিন্তু রাতের বেলা সেখানে উত্তাপ খুব কম থাকে। এর কারণগুলি হল—
1) আকাশে মেঘ থাকার জন্য দিনের বেলা সূর্যরশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পতিত হয়। ফলে মরুভূমির বালি দ্রুত উত্তপ্ত হয়ে যে তাপ বিকিরণ করে। আর তাতে বায়ুমণ্ডল প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়।
2) সূর্যাস্তের পর মরুভূমির বালি দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয় এবং আকাশে মেঘ না থাকার জন্য ওই বিকীর্ণ তাপ সরাসরি মহাশূন্যে চলে যায়। ফলে রাতে উত্তাপ খুবই কম। থাকে এবং ঠান্ডাভাব অনুভূত হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।