Class 10 Class 10 Geography মরু সম্প্রসারণের কারণগুলি আলােচনা করাে।

মরু সম্প্রসারণের কারণগুলি আলােচনা করাে।

মরু সম্প্রসারণের কারণগুলি আলােচনা করাে।  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

মরু সম্প্রসারণের কারণ: মরুভূমির পার্শ্ববর্তী এলাকাসমূহে বা মরুসংলগ্ন অঞ্চলে মরুভূমির প্রসার ঘটলে তাকে মরু সম্প্রসারণ বা মরুবিস্তার বলে। কোথাও প্রাকৃতিক কারণে, আবার কোথাও মানুষের ক্রিয়াকলাপে মরুভূমির সম্প্রসারণ ঘটে। যেমন— 

1. মরুভূমি সম্প্রসারণের প্রাকৃতিক কারণ:
[i] বালিপূর্ণ বাতাসের আগমন: মরুভূমি থেকে আগত বালিপূর্ণ বাতাসের মাধ্যমে মরুসংলগ্ন অঞলে বালি জমা হতে হতে ধীরে ধীরে মরুভূমির সম্প্রসারণ ঘটে। 

[ii] খরার প্রাদুর্ভাব: বার বার খরা হলে মাটি এতটাই শুষ্ক হয়ে যায় যে, সেখানে উদ্ভিদ ও প্রাণীকূল-সহ সমগ্র বাস্তুতন্ত্রেই চরম বিপর্যয় নেমে আসে। এরকম অবস্থা মরুভূমি-সংলগ্ন অঞ্চলে মরুভূমির সম্প্রসারণ ঘটায়। 

[iii] বিশ্ব উষ্ণায়ন: বর্তমানে বিশ্ব উষ্ণায়নের জন্য আবহাওয়া তথা জলবায়ুর যে পরিবর্তন ঘটছে, তা মরুভূমির সম্প্রসারণে অনুকূল প্রভাব ফেলেছে। 

2. মরুভূমি সম্প্রসারণের মনুষ্যসৃষ্ট কারণ: মরুভূমিসংলগ্ন অঞ্চলে —
[i] ব্যাপকহারে বৃক্ষচ্ছেদন, [ii] অনিয়ন্ত্রিত বা অতিরিক্ত পশুচারণ, [iii] অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ, [iv] অবৈজ্ঞানিক প্রথায় জলসেচ (এর ফলে মাটির লবণতা বৃদ্ধি পেয়ে তা চাষের অযােগ্য হয়ে পড়ে, যা মরুকরণে সাহায্য করে) প্রভৃতি মনুষ্যসৃষ্ট কারণে মরুভূমির সম্প্রসারণ ঘটে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “মরু সম্প্রসারণের কারণগুলি আলােচনা করাে।”

Leave a Comment