মরু অঞলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ করা যায় কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ : মরু অঞলের প্রাকৃতিক পরিবেশে বায়ুর কার্যের প্রাধান্যলাভের প্রধান কারণগুলি হল—
1. উন্নতার প্রসর: মরু অঞলে দৈনিক ও বার্ষিক উয়তার প্রসর খুব বেশি হওয়ায় যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়ায় শিলা ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণায় পরিণত হয়। এই বালিকণাই হল বায়ুর কাজের প্রধান হাতিয়ার। বায়ু এই ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণাগুলি দিয়ে অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলা যেমন ক্ষয় করে, তেমনই এগুলি উড়িয়ে নিয়ে অন্যত্র জমা করে ভূমিরূপ গঠন করে।
2.উদ্ভিদের স্বল্পতা: মরু অঞলে গাছপালা বিশেষ না থাকায় ভূমি সবসময় অনাবৃত থাকে। ফলে বায়ু বাধাহীনভাবে প্রবলবেগে বইতে পারে।
3. বৃষ্টিপাতের অভাব: মরু অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হওয়ার জন্য বায়ু এবং ভূমি উভয়ই যথেষ্ট শুষ্ক থাকে। ফলে বায়ুপ্রবাহ সহজেই ভূমি থেকে প্রচুর পরিমাণে বালুকণা তুলে নিতে পারে। প্রবলবেগে প্রবাহিত ওই বালুপূর্ণ বায়ুই ক্ষয়, বহন বা অপসারণ এবং অধঃক্ষেপণ বা সয়কাজের মাধ্যমে মরু অঞ্চলে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠন করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।