প্রশ্ন: মটর গাছের উপর মেণ্ডেলের কাজ সংক্ষেপে লেখাে। মেণ্ডেল একসংকর জনন পরীক্ষা থেকে কী সিদ্ধান্তে উপনিত হয়েছিলেন।
উত্তর: মটর গাছের উপর মেণ্ডেলের কাজ : মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষার জন্য মটর গাছ নিয়েছিলেন। তিনি একাধিক বার স্বপরাগ যােগ ঘটিয়ে সাতটি বিশুদ্ধ বৈশিষ্ট্য নির্বাচন করেন। মটর গাছের ফুল উভলিঙ্গ হওয়ায় স্বপরাগ যােগী অর্থাৎ স্বনিষেক ঘটে মেণ্ডেল ইতরপরাগ যােগের জন্য উভলিঙ্গ ফুল থেকে পুংস্তবককে অপসারণ করে। একে ইমাসকলেশন বলে। এরপর পুংস্তবক অপসারণ করা ফুলটি প্লাস্টিক ব্যাগ দিয়ে ঢেকে রাখেন। একে ব্যাগিং বলে। এইভাবে তিনি স্বপরাগযােগ প্রতিরােধ করেন। পরে পুংস্তবক অপসারণ করা ফুলে ব্রাসের সাহায্যে অন্য কোন পুংস্তবকের পরাগধানা থেকে পরাগবেণু সেই ফুলে স্থানান্তর করেন। পরে এই ফুল থেকে বীজ সৃষ্টি হলে বীজগুলি মাটিতে বপন করে মটরগাছ উৎপন্ন করেন এবং গাছগুলির ফিজোটাপই পর্যবেক্ষণ করে তা লিপিবদ্ধ করেন।
মেণ্ডেলের সিদ্ধান্ত : 1. দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটলে F1 জনুতে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। একে প্রকটতার সূত্র বলে।
2. কোনাে জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য এক জনু থেকে অপরজনুতে সারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্যগুলি মিশ্রিত হয় না পরবর্তীকালে গ্যামেট গঠনের সময় পৃথক হয়ে যায়। একে পৃথকভবনের সুত্র বলে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।