Class 12 Class 12 Education মুদালিয়র কমিশন কারিগরি শিক্ষার কাঠামাে সম্পর্কে কী সুপারিশ করে? সহশিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশগুলি আলােচনা করাে।

মুদালিয়র কমিশন কারিগরি শিক্ষার কাঠামাে সম্পর্কে কী সুপারিশ করে? সহশিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশগুলি আলােচনা করাে।

মুদালিয়র কমিশন কারিগরি শিক্ষার কাঠামাে সম্পর্কে কী সুপারিশ করে? ‘সহশিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশগুলি আলােচনা করাে। 5+3      Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:-

কারিগরি শিক্ষার কাঠামাে সংক্রান্ত সুপারিশসমূহু : সাধারণ শিক্ষাকাঠামাের পাশাপাশি কমিশন কারিগরি শিক্ষার কাঠামাে প্রসঙ্গে কতকগুলি সুপারিশ বা প্রস্তাব লিপিবদ্ধ করে। সেগুলি এখানে উল্লেখ করা হল—

[1] কারিগরি বিদ্যালয় স্থাপন: কমিশনের সুপারিশে বলা হয়, প্রতিটি রাজ্যে সম্পূর্ণ পৃথকভাবে অথবা বহুমুখী বিদ্যালয়ের সঙ্গে অধিক সংখ্যক কারিগরি বিদ্যালয় বা প্রযুক্তিবিদ্যা শিক্ষার প্রতিষ্ঠান স্থাপন করা দরকার। 

[2] কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন: দেশের বড়াে বড়াে শহরগুলিতে ‘কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন করা দরকার। তাহলে ওইসব কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান স্থানীয় বিদ্যালয়গুলির প্রয়ােজন মেটানাের ক্ষেত্রে সহায়ক হবে।

[3] শিল্পকেন্দ্রের কাছাকাছি কারিগরি বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা: বড়াে বড়াে শিল্প তালুকের নিকটবর্তী অঞ্চলে কারিগরি বিদ্যালয় থাপন করতে হবে, তাহলে কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিকটবর্তী শিল্পকেন্দ্রে শিক্ষানবিশ হিসেবে কাজ শেখার সুযােগ পাবে। 

[4] এআইসিটিই (AICTE)-এর সহযােগিতা গ্রহণের ব্যবস্থা: মাধ্যমিক বিদ্যালয়ে বা অন্যান্য কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলিকে প্রযুক্তি শিক্ষার পাঠক্রম প্রণয়ন, নিয়মনীতি নির্ধারণ ইত্যাদি বিষয়ে পরামর্শ গ্রহণের জন্য AICTE (All India Council for Technical Education)-এর মতাে সংস্থাগুলির সঙ্গে যােগাযােগ রেখে শিক্ষাক্রম পরিচালনার প্রস্তাব দেওয়া হয়।

[5] শিল্প-শিক্ষা কর আদায়: কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার জন্য প্রয়ােজনীয় অর্থ সংগ্রহের ক্ষেত্রে কমিশন শিল্প-শিক্ষা কর (Industrial Education tax) ধার্য করার সুপারিশও করে।

সহশিক্ষাসম্পর্কিত সুপারিশসমূহ : কমিশন সহশিক্ষার কাঠামাে সম্পর্কেও কতকগুলি মূল্যবান সুপারিশ বা প্রস্তাব লিপিবদ্ধ করে। সেগুলি হল —

[1] গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা: কমিশনের মতে, শিক্ষাক্ষেত্রে ছেলেমেয়ে উভয় সম্প্রদায় একই ধরনের সুযােগ লাভ করবে। তবে সহশিক্ষার বিদ্যালয়ে এবং কেবল মেয়েদের জন্য স্থাপিত বিদ্যালয়ে ‘গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করতে হবে। 

[2] সরকারি বালিকা বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা: দেশের যে সকল অঞ্চলে স্ত্রীশিক্ষার প্রসার যথাযথভাবে ঘটতে পারেনি, সেই সকল স্থানে সরকারি প্রচেষ্টায় বালিকা বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করতে হবে।

[3] বালিকা ও শিক্ষিকাদের প্রয়ােজন মেটানাের ব্যবস্থা: সহশিক্ষা বা মিশ্র বিদ্যালয়গুলিতে বালিকাদের জন্য এবং তাদের শিক্ষাদানে নিযুক্ত শিক্ষিকাদের প্রয়ােজন মেটানাের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!