মুদালিয়র কমিশন কারিগরি শিক্ষার কাঠামাে সম্পর্কে কী সুপারিশ করে? সহশিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশগুলি আলােচনা করাে।

মুদালিয়র কমিশন কারিগরি শিক্ষার কাঠামাে সম্পর্কে কী সুপারিশ করে? ‘সহশিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশগুলি আলােচনা করাে। 5+3      Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:-

কারিগরি শিক্ষার কাঠামাে সংক্রান্ত সুপারিশসমূহু : সাধারণ শিক্ষাকাঠামাের পাশাপাশি কমিশন কারিগরি শিক্ষার কাঠামাে প্রসঙ্গে কতকগুলি সুপারিশ বা প্রস্তাব লিপিবদ্ধ করে। সেগুলি এখানে উল্লেখ করা হল—

[1] কারিগরি বিদ্যালয় স্থাপন: কমিশনের সুপারিশে বলা হয়, প্রতিটি রাজ্যে সম্পূর্ণ পৃথকভাবে অথবা বহুমুখী বিদ্যালয়ের সঙ্গে অধিক সংখ্যক কারিগরি বিদ্যালয় বা প্রযুক্তিবিদ্যা শিক্ষার প্রতিষ্ঠান স্থাপন করা দরকার। 

[2] কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন: দেশের বড়াে বড়াে শহরগুলিতে ‘কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন করা দরকার। তাহলে ওইসব কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান স্থানীয় বিদ্যালয়গুলির প্রয়ােজন মেটানাের ক্ষেত্রে সহায়ক হবে।

[3] শিল্পকেন্দ্রের কাছাকাছি কারিগরি বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা: বড়াে বড়াে শিল্প তালুকের নিকটবর্তী অঞ্চলে কারিগরি বিদ্যালয় থাপন করতে হবে, তাহলে কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিকটবর্তী শিল্পকেন্দ্রে শিক্ষানবিশ হিসেবে কাজ শেখার সুযােগ পাবে। 

[4] এআইসিটিই (AICTE)-এর সহযােগিতা গ্রহণের ব্যবস্থা: মাধ্যমিক বিদ্যালয়ে বা অন্যান্য কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলিকে প্রযুক্তি শিক্ষার পাঠক্রম প্রণয়ন, নিয়মনীতি নির্ধারণ ইত্যাদি বিষয়ে পরামর্শ গ্রহণের জন্য AICTE (All India Council for Technical Education)-এর মতাে সংস্থাগুলির সঙ্গে যােগাযােগ রেখে শিক্ষাক্রম পরিচালনার প্রস্তাব দেওয়া হয়।

[5] শিল্প-শিক্ষা কর আদায়: কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার জন্য প্রয়ােজনীয় অর্থ সংগ্রহের ক্ষেত্রে কমিশন শিল্প-শিক্ষা কর (Industrial Education tax) ধার্য করার সুপারিশও করে।

সহশিক্ষাসম্পর্কিত সুপারিশসমূহ : কমিশন সহশিক্ষার কাঠামাে সম্পর্কেও কতকগুলি মূল্যবান সুপারিশ বা প্রস্তাব লিপিবদ্ধ করে। সেগুলি হল —

[1] গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা: কমিশনের মতে, শিক্ষাক্ষেত্রে ছেলেমেয়ে উভয় সম্প্রদায় একই ধরনের সুযােগ লাভ করবে। তবে সহশিক্ষার বিদ্যালয়ে এবং কেবল মেয়েদের জন্য স্থাপিত বিদ্যালয়ে ‘গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করতে হবে। 

[2] সরকারি বালিকা বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা: দেশের যে সকল অঞ্চলে স্ত্রীশিক্ষার প্রসার যথাযথভাবে ঘটতে পারেনি, সেই সকল স্থানে সরকারি প্রচেষ্টায় বালিকা বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করতে হবে।

[3] বালিকা ও শিক্ষিকাদের প্রয়ােজন মেটানাের ব্যবস্থা: সহশিক্ষা বা মিশ্র বিদ্যালয়গুলিতে বালিকাদের জন্য এবং তাদের শিক্ষাদানে নিযুক্ত শিক্ষিকাদের প্রয়ােজন মেটানাের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment