মূক ও বধিরদের শিক্ষার জন্য ভারত সরকারের পক্ষ থেকে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?

মূক ও বধিরদের শিক্ষার জন্য ভারত সরকারের পক্ষ থেকে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks

উত্তর:-

মূক ও বধিরদের শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাসমূহ 

মূক ও বধির ছেলেমেয়েদের শিক্ষার বর্তমান অবস্থা পর্যালােচনা করলে দেখা যায়, এখনও আমাদের দেশে এই জাতীয় শিক্ষার সুযােগ প্রয়ােজনের তুলনায় খুবই নগণ্য। এই পরিস্থিতিতে মূক ও বধির ছেলেমেয়েদের শিক্ষার সুব্যবস্থা করতে হলে যেসব কাজ অবিলম্বে করতে হবে, তা হল

[i] পরিসংখ্যান গ্রহণ: সারা দেশে মূক ও বধির ছেলেমেয়ের সংখ্যা বর্তমানে ঠিক কত, তা সঠিকভাবে নির্ণয় করতে হবে। 

[ii] সঠিক সংখ্যক বিদ্যালয় স্থাপন: সমস্ত মূক ও বধির ছেলেমেয়েদের জন্য উপযুক্ত সংখ্যক বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। 

[iii] সরকারি আর্থিক সহায়তা: মূক ও বধির ছেলেমেয়েদের শিক্ষার সমস্ত খরচ কেন্দ্র বা রাজ্য সরকারকে বহন করতে হবে।

[iv] বিশেষ শিক্ষার্থীদের জন্য শিক্ষক প্রশিক্ষণ: মূক ও বধির ছেলেমেয়েদের পড়ানাের জন্য উপযুক্ত শিক্ষকশিক্ষিকার ব্যবস্থা করার জন্য বিশেষ শিক্ষক-শিক্ষণের সুযােগ বৃদ্ধি করতেই হবে। 

[5] সাধারণ বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থা: এই মুহূর্তে যদি যথেষ্ট সংখ্যক মূক ও বধির বিদ্যালয় স্থাপন সম্ভব না হয়, তা হলে সাধারণ বিদ্যালয়গুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা মূক ও বধির ছেলেমেয়েদের পড়াশােনার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

[6] ইতিবাচক মনােভাব সৃষ্টি: মূক ও বধির ছেলেমেয়েদের প্রতি ইতিবাচক মনােভাব গড়ে তুলতে হবে এবং অত্যন্ত ধৈর্য সহকারে সহানুভূতির সঙ্গে তাদের পড়াতে হবে।

[7] আধুনিক উপকরণ ও প্রযুক্তি: শিক্ষার জন্য প্রয়ােজনীয় আধুনিক শিক্ষামূলক উপকরণ ও প্রযুক্তি ব্যবহার করতে হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment