মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks
উত্তর:-
মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য: মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে পার্থক্যগুলি হল—
বিষয় | মুখ্য জোয়ার | গৌণ জোয়ার |
অবস্থান | পৃথিবীর যে স্থান চাঁদের সামনে থাকে সেখানে মুখ্য জোয়ার হয়। | মুখ্য জোয়ারের প্রতিপাদ বা বিপরীত স্থানে গৌণ জোয়ার হয়। |
সৃষ্টির কারণ | মুখ্য জোয়ার মূলত চাদের মাধ্যাকর্ষণ শক্তির টানে সৃষ্টি হয়। | গৌণ জোয়ার পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ বল। |
প্রাবল্য ও জলস্ফীতি | চাদের আকর্ষণে হয় বলে মুখ্য জোয়ারের প্রাবল্য ও জলস্ফীতি অনেক বেশি হয়। | গৌণ জোয়ারের প্রাবল্য ও জলস্ফীতি অনেক কম হয়। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Mukkho joar r gouno joarer moddhobori kon ki ?
প্রশ্নটি বুঝতে পারলাম না!
Ok