ন্যায়ের সংস্থান কী? সংস্থান কয় প্রকার ও কী কী উদাহরণসহ আলোচনা করাে। Class 12 | Education (নিরপেক্ষ ন্যায়) | 8 Marks
উত্তর:-
ন্যায়ের সংস্থান
ন্যায় অনুমানের অন্তর্গত যুক্তিবাক্য দুটির মধ্যে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে ভিন্ন ভিন্ন রূপ বা আকৃতি হয়, তাকেই বলা হয় ন্যায়ের সংস্থান (figure of syllogism) |
ন্যায় অনুমানে হেতুপদের অবস্থান
প্রত্যেকটি ন্যায় অনুমানে সাধ্য, পক্ষ এবং হেতু—এই তিনটি করে পদ থাকে। এই তিনটি পদেরই ব্যবহার হল দুবার করে। সুতরাং হেতুপদেরও ব্যবহার দুবার। এই দুবারের মধ্যে হেতুপদটি একবার থাকে প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয়তে আর একবার থাকে অপ্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয়তো হেতুপদটি তাই বিভিন্ন সময়ে যুক্তিবাক্য দুটির বিভিন্ন জায়গায় অবস্থান করে। এর ফলে ন্যায় অনুমানের বিভিন্ন রকম আকৃতি পরিলক্ষিত হয়। ন্যায়ের এই সমস্ত আকৃতি বা রূপকেই বলা হয় ন্যায়ের সংস্থান।
ন্যায় সংস্থানের প্রকার
হেতুপদের (M) অবস্থান অনুযায়ী ন্যায়ের সংস্থান হল মােট চার প্রকার। এই চার প্রকার সংস্থান হল যথাক্রমে: [1] প্রথম সংস্থান (first figure) [2] দ্বিতীয় সংস্থান (second figure) [3] তৃতীয় সংস্থান (third figure)
[4] চতুর্থ সংস্থান (fourth figure)। ন্যায়ের এই চার প্রকার সংস্থানকে নীচে পর্যায়ক্রমিকভাবে উদাহরণসহ আলােচনা করা হল
প্রথম সংস্থান: ন্যায় অনুমানের যে সংস্থানে হেতুপদ (M)টি প্রধান। যুকিবাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবনি করে, সেই সংস্থানিকেই বলা হয় প্রথম সংস্থান।
উদাহরণ
সকল শিক্ষিত মানুষ হয় সাম্যবাদী (A) → প্রধান যুক্তিবাক্য
হেতুপদ (M)।
সকল উদার মানুষ হয় শিক্ষিত মানুষ (A) → অপ্রধান যুক্তিবাক্য
হেতুপদ (M)।
.:. সকল উদার মানুষ হয় সাম্যবাদী (A) → সিদ্ধান্ত
সাংকেতিক উদাহরণ
সকল M হয় P (A) → প্রধান যুক্তিবাক্য
সকল S হয় M (A) → অপ্রধান যুক্তিবাক্য
.:. সকল S হয় P (A) → সিদ্ধান্ত
আকারগত উদাহরণ
ব্যাখ্যা
ওপরের প্রত্যেকটি উদাহরণেই দেখা যায় যে, প্রধান যুক্তিবাক্যে। হেতুপদটি (M) উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যে হেতুপদটি | (M) বিধেয় স্থানে অবস্থান করেছে। এর ফলে এটি প্রথম সংস্থানের
রূপ বা আকৃতি গ্রহণ করেছে।
দ্বিতীয় সংস্থান: ন্যায় অনুমানের যে সংস্থানে হেতু-পদটি (M) প্রধান ও অপ্রধান—উভয় যুক্তিবাক্যেরই বিধেয় স্থানে অবস্থান করে, সেই সংস্থানকেই বলা হয় দ্বিতীয় সংস্থান ।
উদাহরণ
সকল সাম্যবাদী হয় শিক্ষিত মানুষ (A) → প্রধান যুক্তিবাক্য
হেতুপদ (M)
সকল উদার মানুষ হয় শিক্ষিত মানুষ (A) → অপ্রধান যুক্তিবাক্য
হেতুপদ (M)
.:. সকল উদার মানুষ হয় সাম্যবাদী (A) → সিদ্ধান্ত
সাংকেতিক উদাহরণ
সকল P হয় M (A) → প্রধান যুক্তিবাক্য।
সকল S হয় M (A) → অপ্রধান যুক্তিবাক্য
.;. সকল S হয় P (A) → সিদ্ধান্ত
আকারগত সাংকেতিক
ব্যাখ্যা
ওপরের প্রত্যেকটি উদাহরণেই দেখা যায় যে, হেতুপদ (M) প্রধান ও অপ্রধান উভয় যুক্তিবাকেরই বিধেয় স্থানে অবস্থান করেছে। এর ফলে এটি দ্বিতীয় সংস্থানের রূপ নিয়েছে।
তৃতীয় সংস্থান; ন্যায় অনুমানের যে সংস্থানে হেতুপদটি (M) প্রধান ও অগ্রধান—উভয় যুক্তিবাক্যেরই বিধেয় স্থানে অবস্থান করে, সেই সংস্থানকেই বলা হয় তৃতীয় সংস্থান।
উদাহরণ
সকল শিক্ষিত মানুষ হয় সাম্যবাদী (A) → প্রধান যুক্তিবাক্য
হেতুপদ (M)
সকল শিক্ষিত মানুষ হয় উদার মানুষ (A) → অপ্রধান যুক্তিবাক্য
হেতুপদ (M)
.;. সকল উদার মানুষ হয় সাম্যবাদী (A) → সিদ্ধান্ত
সাংকেতিক উদাহরণ
সকল M হয় P (A) → প্রধান যুক্তিবাক্য
সকল M হয় S (A) → অপ্রধান যুক্তিবাক্য
.;. সকল S হয় P (A) → সিদ্ধান্ত
আকারগত উদাহরণ
ব্যাখ্যা।
ওপরের প্রত্যেকটি উদাহরণেই দেখা যায় যে, হেতুপদ (M) উভয়। যুক্তিবাক্যেই উদ্দেশ্য স্থানে অবস্থান করেছে। এর ফলে এটি তৃতীয় | সংস্থানের রূপ পরিগ্রহ করেছে।
চতুর্থ সংথান: ন্যায় অনুমানের যে সংস্থানে হেতুপদটি (M) প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করে, সেই সংস্থানকেই বলা হয় চতুর্থ সংস্থান।
উদাহরণ
সকল শিক্ষিত মানুষ হয় সাম্যবাদী (A) → প্রধান যুক্তিবাক্য
হেতুপদ (M)
সকল শিক্ষিত মানুষ হয় উদার মানুষ (A) → অপ্রধান যুক্তিবাক্য
হেতুপদ (M)
.;. সকল উদার মানুষ হয় সাম্যবাদী (A) → সিদ্ধান্ত
সাংকেতিক উদাহরণ
সকল M হয় P (A) → প্রধান যুক্তিবাক্য
সকল M হয় S (A) → অপ্রধান যুক্তিবাক্য
.;. সকল S হয় P (A) → সিদ্ধান্ত
আকারগত উদাহরণ
ব্যাখ্যা
ওপরের প্রত্যেকটি উদাহরণেই দেখা যায় যে, হেতুপদটি (M) প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করেছে। এর ফলে এটি চতুর্থ সংস্থানের রপ লাভ করেছে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।