ন্যায়ের তৃতীয় সংস্থানের শুদ্ধ মূর্তি কয়টি ও কী কী

ন্যায়ের তৃতীয় সংস্থানের শুদ্ধ মূর্তি কয়টি ও কী কী? তৃতীয়। সংস্থানের অনুসৃত নিয়মগুলি কী? এগুলিকে প্রমাণ করাে। Class 12 | Education (নিরপেক্ষ ন্যায়) | 8 Marks

উত্তর:-

ন্যায়ের তৃতীয় সংস্থানের শুদ্ধ মূর্তির সংখ্যা 

ন্যায় অনুমানের তৃতীয় সংস্থানের ছয়টি শুদ্ধ মুর্তি হল।

1. AAI – DARAPTI (ডারপিট)। 

2. IAI – DISAMIS (ডিসামিস)। 

3. AII – DATISI (ডাটিসি)। 

4. EAO – FELAPTON (ফেলাপ)। 

5. OAO – BOCARDO (বােকার্ডো)।

6. EIO – FERISON (ফেরিসন)। 

তৃতীয় সংস্থানে অনুসৃত নিয়মসমূহ

তৃতীয় সংস্থানের এই ছয়টি শুদ্ধ মূর্তিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে, এই সংস্থানে দুটি বিশেষ নিয়ম অনুসৃত। প্রথমত অপ্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সদর্থক হবে এবং দ্বিতীয়ত সিদ্ধান্ত বচনটি অবশ্যই বিশেষ হবে।

প্রথম নিয়ম

 তৃতীয় সংস্থানে অপ্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সদর্থক হবে। (The minor premise must be affirmative in the third figure):

প্রমাণ

প্রমাণ

তৃতীয় সংস্থানে প্রধান যুক্তিবাক্যটি যদি সদর্থক না হয়, তাহলে। ধরতে হবে যে, উক্ত যুক্তিবাক্যটি নঞর্থক হবে। এই অপ্রধান। যুক্তিবাক্যটি যদি নঞর্থক হয়, তা হলে প্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সদর্থক হবে। কারণ, দুটি যুক্তিবাক্যই নঞর্থক হতে পারে না। এখানে সিদ্ধান্তটিকেও তাই নঞর্থক হতে হবে। | আর সিদ্ধান্তটি যদি নঞর্থক হয় তাহলে তার বিধেয় পদ তথা সাধ্যপদ অবশ্যই ব্যাপ্য হবে। কিন্তু এই সাধ্যপদ সদর্থক প্রধান। যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য হবেনা| ফলত তা অবৈধ সাধ্য দোষে দুষ্ট হবে। সুতরাং, সিদ্ধান্ত করা সংগত যে, তৃতীয় সংখ্যানে অপ্রধান যুক্তিবাক্যটিকে অবশ্যই সদর্থকরূপে গণ্য হতে হবে।

দ্বিতীয় নিয়ম

 তৃতীয় সংস্থানে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে (The conclusion must be particular in the third figure):

প্রমাণ

 তৃতীয় সংস্থানে সিদ্ধান্তটি যদি বিশেষ না হয়, তাহলে তা সামান্য হবে। সিদ্ধান্ত সামান্য হলে, তার উদ্দেশ্য তথা পক্ষ-পদব্যাপ্য হবে। এর ফলে অবৈধ পক্ষ দোষের উদ্ভব হয়। সুতরাং, অবৈধ পক্ষ দোষ | এড়াবার জন্য অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে পক্ষ পদটিকেও ব্যাপ্য হতে হবে। কিন্তু আমরা তৃতীয় সংস্থানের প্রথম বিশেষ নিয়ম অনুযায়ী অবগত যে, অপ্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সদর্থক হবে। সদর্থক বচন আবার কোনাে ক্ষেত্রেই বিধেয়কে ব্যাপ্য করে না। পক্ষপদকে অপ্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য করাতে গেলে বচনটিকে তাই নর্থক হতে হয়|অপ্রধান যুক্তিবাক্য আবার নঞর্থক হলে, তা প্রধান | নিয়মের বিরােধী হয়ে ওঠে। সেকারণেই সিদ্ধান্ত করা সংগত যে, তৃতীয় সংস্থানের সিদ্ধান্তটিকে অবশ্যই বিশেষ হতে হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment