ন্যায় অনুমানের বৈধ মূর্তিগুলি কী কী তা সংস্থান অনুযায়ী উল্লেখ করাে।

ন্যায় অনুমানের বৈধ মূর্তিগুলি কী কী তা সংস্থান অনুযায়ী উল্লেখ করাে। Class 12 | Education (নিরপেক্ষ ন্যায়) | 8 Marks

উত্তর:-

সংস্থান অনুযায়ী ন্যায় অনুমানের বৈধ মুর্তি

ন্যায়ের যে সমস্ত মূর্তিগুলির ক্ষেত্রে ন্যায়ের দশটি নিয়মকে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে, সেগুলিকেই বলা হয় ন্যায়ের মূর্তি (valid modes of syllogism)। ন্যায় অনুমানের এরূপ বৈধ মূর্তি হল মােট 19 টি। চারটি সংস্থানে ব্যাপকভাবে মােট 256টি মূর্তি দেখা গেলেও, এদের মধ্যে মাত্র 19টি মূর্তিই বৈধ (valid) রূপে গণ্য| এই 19 টি শুদ্ধ বা বৈধ মূর্তি চারটি সংস্থানের মধ্যে ছড়িয়ে আছে। মাত্র 19 টি মূর্তি শুদ্ধ বা বৈধ রূপে গণ্য হওয়ায়, 256 – 19 = 237 টি মূর্তিই হল অবৈধ (invalid)। এগুলি অবৈধ একারণেই যে, এগুলি ন্যায়ের নিয়মগুলির কোনােটি-না-কোনােটিকে ভঙ্গ করে। এখন কোন্ সংস্থানে কটি শুদ্ধ মূর্তি আছে—তা নীচে সংস্থান অনুযায়ী উল্লেখ করা হল 

প্রথম সংস্থানের শুদ্ধ মূর্তি : প্রথম সংস্থানের শুদ্ধ মূর্তি হল মােট চারটি। প্রথম সংস্থানে অবস্থান করে, এই চারটি মূর্তি যথাযথভাবে ন্যায়ের নিয়মগুলিকে অনুসরণ করেছে বলে এগুলিকে শুদ্ধ মূর্তির মর্যাদা দেওয়া। হয়েছে। প্রথম সংস্থানের এই চারটি শুদ্ধ মূর্তির নাম হল : 1. BARBARA – [AAA – 1]

2. CELARENT – [EAE – 1]

3. DARII – (AII – 1)

4. FERIO – EIO – 1] 

দ্বিতীয় সংখানের শুদ্ধমূর্তি : প্রথম সংস্থানের ন্যায় দ্বিতীয় সংস্থানেও শুদ্ধ মতি ছল মােট চারটি। এই চারটি মূর্তি দ্বিতীয় সংস্থানে অবস্থান করে ন্যায় অনুমানের নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করেছে বলে, এগুলিকে শুদ্ধ মূর্তির মর্যাদা দেওয়া হয়েছে। দ্বিতীয় সংস্থানের এই চারটি শুদ্ধ মূর্তি হল:

1. CESARE – EAE-2) 

2. CAMESTRES – (AEE – 2] 

3. FESTINO – (EIO – 2] 

4. BAROCO – [AO0 – 2]

তৃতীয় সংস্থানের শুদ্ধ মূর্তি : তৃতীয় সংস্থানের শুদ্ধ মূর্তির সংখ্যা হল মােট ছয়টি। এই ছয়টি মূর্তি তৃতীয় সংস্থানে অবস্থান করে ন্যায় অনুমানের নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করেছে বলে, এগুলিকে শুদ্ধ মূর্তির। মর্যাদা দেওয়া হয়েছে। তৃতীয় সংস্থানেই শুদ্ধ মূর্তির সংখ্যা সবচেয়ে বেশি। এই সমস্ত শুদ্ধ মূর্তিগুলি হল যথাক্রমে : 

1. DARAPTI – [AAI – 3]  

2. DATISI – [AII – 3]

3. DISAMIS – [IAI – 3]

4. FELAPTON – [EA0-3]

5. BOCARD0 – [OA0 -3]

6. FERISON — [EIO – 3] 

চতুর্থ সংস্থানের শুদ্ধ মূর্তি: চতুর্থ সংস্থানের শুদ্ধ মূর্তির সংখ্যা হল। পাঁচটি। এই পাঁচটি মূর্তি ন্যায়ের চতুর্থ সংস্থানে অবস্থান করে ন্যায় অনুমানের নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করতে সমর্থ হয়েছে বলে, এগুলি শুদ্ধ মূর্তির মর্যাদা লাভ করেছে। এই পাঁচটি শুদ্ধ মূর্তি হল : 

1. BRAMANTIP – [AAI – 4]

2. DIMARIS – [IAI – 4] 

3. CAMENES – [AEE – 4]. 

4. FESAPO – [EAO – 4] 

5. FRESISON – [EIO – 4] 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment