দশম শ্রেনী (মাধ্যমিক) নীলবিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণির ভূমিকা কী ছিল?

নীলবিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণির ভূমিকা কী ছিল?

নীলবিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণির ভূমিকা কী ছিল?
অথবা, নীল বিদ্রোহের বিষয়ে শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী শ্রেণির প্রতিক্রিয়া কী ছিল?   4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : বাংলায় নীলবিদ্রোহের বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযােগ্য ছিল বাংলার মধ্যবিত্ত শ্রেণির একাংশের যােগদান ও নীলবিদ্রোহের প্রতি সমর্থন জ্ঞাপন। 

বুদ্ধিজীবি শ্রেণির প্রতিক্রিয়া : মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে যাঁরা নীল আন্দোলনকে সমর্থন জানান, তাঁদের মধ্যে (পরে ‘অমৃতবাজার পত্রিকার সম্পাদক) শিশির কুমার ঘােষ ও ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখােপাধ্যায়ের নাম সর্বাগ্রগণ্য। 

১) হিন্দু প্যাট্রিয়ট : হরিশচন্দ্র মুখােপাধ্যায়ের ভবানীপুরের বসতবাড়িটি নীলচাষিদের আদালতে পরিণত হয়। তিনি নীলচাষিদের দুর্দশার কাহিনি তার পত্রিকার পাতায় দিনের পর দিন প্রকাশ করতে থাকেন।

২) শিশির কুমার ঘােষ : গ্রামীণ সাংবাদিক শিশির কুমার গ্রামাঞলে ঘুরে ঘুরে নীলচাষিদের জ্বলন্ত সংবাদ সংগ্রহ করেন। ব্যারিস্টার মনমােহন ঘােষ এই পত্রিকার মাধ্যমে নীলচাষিদের সমর্থন জানান। 

৩) খ্রিস্টান মিশনারি : ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র এই বিদ্রোহকে কেন্দ্র করে ‘নীলদর্পণ’ নাটকটি রচনা করেন। এর ইংরেজি অনুবাদ ‘Indigo Planting Mirror’-এ ভারতহিতৈষী রেভারেন্ড জেমস লঙের নাম প্রকাশিত হলে, বিচারে তাঁর ওপর হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর এই জরিমানার টাকা ‘মহাভারত’-এর বিখ্যাত অনুবাদক কালীপ্রসন্ন সিংহ আদালত প্রাঙ্গণেই মিটিয়ে দেন। 

৪) আইনজীবীদের অংশগ্রহণ : বিশিষ্ট আইনজীবী শম্ভুনাথ পণ্ডিত, প্রসন্নকুমার ঠাকুর প্রমুখ নীলবিদ্রোহীদের পক্ষ নিয়ে ওকালতি করেছিলেন। তবে অধিকাংশ আইনজীবী নীল বিদ্রোহকে সমর্থন করেননি। 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!