নীলচাষের পদ্ধতি কী ধরনের ছিল?

নীলচাষের পদ্ধতি কী ধরনের ছিল?  4 Marks/Class 10

উত্তর:

বিদেশ থেকে আগত নীলকর সাহেবরা নীলচাষের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিল। প্রথমে মােটা টাকা দিয়ে জমিদারদের জমি দীর্ঘকালের জন্য ভাড়া নিত এবং ভাড়াটে লােক নিয়ােগ করে নীলচাষ করাতাে। কিন্তু পরে অতিরিক্ত লাভ পাওয়ার উদ্দেশ্যে চাষিকে তার নিজের জমিতে নীল চাষ করার পথ বেছে নেয়। নীলকর সাহেবরা নিজের জমিতে নীল চাষ করলে সেই পদ্ধতিকে বলা হত নিজ-আবাদী বা এলাকা চাষ। অন্যদিকে চাষিকে আগাম টাকা বা দাদন দিয়ে চাষির জমিতে নীলচাষ করার প্রথা ‘রায়তি’ ‘দাদনী’ বা ‘বে এলাকা’ চাষ নামে পরিচিত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!