নিয়ত বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ কী? Class 10 | Geography | 3 Marks
উত্তর:
নিয়ত বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ: ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে কতকগুলি স্থায়ী নিম্নচাপ ও উচ্চচাপ বলয় আছে বলে কতকগুলি বায়ুও সারাবছর । নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। এদের নিয়ত বায়ু বলে। যেমন— 1) আয়ন বায়ু, 2) পশ্চিমা বায়ু, এবং 3) মেরু বায়ু। এই বায়ুগুলি সৃষ্টির কারণ হল —
1) আয়ন বায়ুর উৎপত্তি: নিরক্ষীয় অঞলে সূর্যরশ্মি সারাবছর প্রায়। লম্বভাবে কিরণ দেওয়ার জন্যে বায়ু প্রচণ্ড উত্তপ্ত হয়ে ঊর্ধ্বে উঠে যায়। প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ হালকা এই বায়ু ভূপৃষ্ঠ থেকে 12-15 কিমি উচ্চতায় পৌঁছে ঠান্ডা ও ভারী হয়। এরপর পৃথিবীর আবর্তন গতির প্রভাবে নিরক্ষীয় অঞ্চলের ওপরের ওই শীতল বায়ু উত্তর ও দক্ষিণে ছিটকে যায় এবং ধীরে ধীরে সংকুচিত হয়ে 25° থেকে 35° অক্ষরেখা বরাবর নীচের দিকে নেমে এসে ভূপৃষ্ঠের সমান্তরালে আয়ন বায়ুরূপে আবার নিরক্ষীয়প্রদেশে পৌঁছােয়। এভাবে আয়ন বায়ুর উৎপত্তি ঘটে।
2) পশ্চিমা বায়ুর উৎপত্তি: উপক্ৰান্তীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় অভিমুখে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়। এভাবে পশ্চিমা বায়ুর উৎপত্তি ঘটে।
3) মেরু বায়ুর উৎপত্তি: দুই মেরুপ্রদেশে কোরিওলিস বলের প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়। এই কোরিওলিস বলের প্রভাবে উত্তর ও দক্ষিণ মেরু থেকে বায়ু ছিটকে মেরুবৃত্তপ্রদেশের দিকে পৌঁছােয় । এভাবে মেরু বায়ুর উৎপত্তি হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।