নদীর গতিপথে কীভাবে জলপ্রপাতের সৃষ্টি হয়? 

নদীর গতিপথে কীভাবে জলপ্রপাতের সৃষ্টি হয়?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ধারণা : নদীর জলপ্রবাহ যখন হঠাৎ কোনাে উচ্চ স্থান থেকে নীচের দিকে লাফিয়ে পড়ে, তখন তাকে জলপ্রপাত বলে।

চিত্র : জলপ্রপাত সৃষ্টি । 

সৃষ্টির পদ্ধতি : নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর ওপর-নীচে আড়াআড়িভাবে বা অনুভূমিকভাবে অবস্থান করলে, প্রবল স্রোতে ওপরের কঠিন শিলাস্তর ধীরে ধীরে ক্ষয় হওয়ার ফলে নীচের কোমল শিলাস্তর বেরিয়ে পড়ে। কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় বলে সেখানে খাড়া ঢালের সৃষ্টি হয় এবং তখন নদীস্রোত খাড়া ঢাল থেকে প্রবল বেগে নীচে আছড়ে পড়ে ও জলপ্রপাতের সৃষ্টি করে। হিমবাহসৃষ্ট ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়। এ ছাড়াও নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি থাকলে, মালভূমির প্রান্তভাগ খুব খাড়াভাবে সমভূমিতে মিশলে এবং পুনর্যৌবনপ্রাপ্ত নদীর নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয়।
উদাহরণ : উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা একটি বিখ্যাত জলপ্রপাত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment