নদী ও হিমবাহের কাজের পার্থক্য লেখাে। 

নদী ও হিমবাহের কাজের পার্থক্য লেখাে।    Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

নদী ও হিমবাহের কাজের পার্থক্য : নদী ও হিমবাহের কাজের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল— 

বিষয়নদীর কাজহিমবাহের কাজ
কার্যস্থলবরফাবৃত অঞল ছাড়া সব জায়গায় নদীর কাজ দেখা যায়।নিম্ন অক্ষাংশের উচ্চ পার্বত্য অঙুলে এবং উচ্চ অক্ষাংশের মেরু ও মেরুসংলগ্ন অঞ্চলে হিমবাহের কাজ লক্ষ করা যায়।
প্রবাহপথের বিভাজনউচ্চ, মধ্য ও নিম্ন এই তিনটি প্রবাহে নদী স্বতন্ত্র ধরনের কাজ করে।হিমবাহের প্রবাহপথের কোনাে নির্দিষ্ট ভাগ নেই।
কাজের গতিনদী দ্রুতগতিতে প্রবাহিত হয় বলে কাজের গতিও দ্রুত।হিমবাহের গতি ধীর, তাই কাজের গতিও মন্থর।
ক্ষয়কাজের মাধ্যমনদীর ক্ষয়কাজের মাধ্যম পাঁচটি, এগুলি হল — 1.ঘর্ষণ ক্ষয়, 2.অবঘর্ষ ক্ষয়, 3.জলপ্রবাহ ক্ষয়, 4.বুদবুদ ক্ষয় এবং 5.দ্রবণ ক্ষয়।হিমবাহের ক্ষয়কাজের মাধ্যম দুটি হল— 1. উৎপাটন ক্ষয় এবং 2. অবঘর্ষ ক্ষয়।
ক্ষয় পদ্ধতিনদী যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ক্ষয়কাজ করে। হিমবাহ শুধু যান্ত্রিক পদ্ধতিতে ক্ষয়কাজ করে।
কাজের ভিত্তিনদীর কাজ নির্ভর করে প্রধানত ভূমির ঢাল, শিলাস্তরের প্রকৃতি এবং নদীতে জলের পরিমাণের ওপর।হিমবাহের কাজ নির্ভর করে মূলত বরফের পরিমাণ ও শিলাস্তরের প্রকৃতির ওপর।
গতিপথের প্রকৃতি নদীর গতিপথ সাধারণত আকাবাকা হয়।হিমবাহের কাজ হিমবাহের গতিপথ সাধারণত সােজা হয়।
উপত্যকার আকৃতি নদী উপত্যকা ‘I’ বা ‘V’ আকৃতির এবং উপত্যকা গাত্র এবড়ােখেবড়াে বা অমসৃণ হয়।হিমবাহ উপত্যকা ‘U’ আকৃতির এবং উপত্যকা গাত্র মসৃণহয়।
ক্ষয়জাত পদার্থের আকৃতিনদীর ক্ষয়জাত পদার্থগুলি গােলাকার ও মসৃণ হয়।হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলি কোণাকৃতি ও অমসৃণ হয়।
সঞ্চয়স্থলনদী তার বাহিত পদার্থগুলিকে ভারী থেকে হালকা এইভাবে নদীখাতে সঞ্চয় করতে করতে এগিয়ে যায়।হিমবাহবাহিত বিভিন্ন প্রকার পদার্থ তার গতিপথের বিভিন্ন অংশে একইসঙ্গে সঞ্চিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “নদী ও হিমবাহের কাজের পার্থক্য লেখাে। ”

Leave a Comment

error: Content is protected !!