নদী উপত্যকা ‘I’ বা ‘V’-আকৃতির কিন্তু হিমবাহ উপত্যকা ‘U’ আকৃতির হয় কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
নদী উপত্যকা ‘I’ বা ‘v’-আকৃতির কিন্তু হিমবাহ উপত্যকা ‘U’ আকৃতির হওয়ার কারণ: নদী উপত্যকার আকৃতি ‘I’ বা ‘v’-এর মতাে হয়। কারণ পার্বত্য অংশে নদীর ঢাল খুব বেশি থাকে বলে নদী প্রবলবেগে নীচের দিকে নামতে থাকে। সেজন্য নদীর নিম্নক্ষয় পার্শ্বক্ষয়ের থেকে বেশি হয় এবং তার ফলে নদী উপত্যকা ‘I’ অক্ষরের মতাে হয়। এরপর আবহবিকার, ধস, জলপ্রবাহ প্রভৃতি কারণে নদী উপত্যকায় পার্শ্বক্ষয় বাড়তে থাকে এবং তখন ‘I’ আকৃতির উপত্যকা ‘v’ আকৃতির উপত্যকায় পরিণত হয়। কিন্তু পার্বত্য উপত্যকা দিয়ে হিমবাহ খুব ধীর গতিতে নামলেও জমাট বরফের স্থূপ হওয়ার জন্য হিমবাহ অত্যন্ত কঠিন ও ভারী । তাই এর ক্ষয়কার্যের ক্ষমতা যেমন বেশি তেমন প্রবাহিত হওয়ার সময় অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়া দ্বারা উপত্যকায় সমান হারে নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয় করে। এর ফলে হিমবাহ উপত্যকা ‘U’ আকৃতির হয়ে যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
অনেকেই হয়তো জানেন আমি এক প্রকার নিরব দর্শক