নদীর সমভূমিপ্রবাহ বা মধ্যগতি কাকে বলে? উদাহরণ দাও।
সমভূমিপ্রবাহ বা মধ্যগতিতে নদীর প্রধান কাজ কী? 1+1+1 Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
নদীর সমভূমিপ্রবাহ বা মধ্যগতি : পার্বত্য অঞল ছেড়ে নদী যখন সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন নদীর সেই গতিপথকে বলা হয় সমভূমিপ্রবাহ বা মধ্যগতি।
উদাহরণ : উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত অঞ্চল গঙ্গর সমভূমিপ্রবাহ বা মধ্যগতি।
সমভূমিপ্রবাহে নদীর প্রধান কাজ : ক্ষয়, বহন এবং সঞয়—এই তিনটি কাজের মধ্যে মধ্যগতিতে বা সমভূমিপ্রবাহে নদী প্রধানত বহন কাজ করে। তবে স্থানভেদে এই প্রবাহে নদী ক্ষয় এবং সঞ্জয় কাজও করে থাকে। যদিও এই দুইপ্রকার কাজের পরিমাণ কম। অর্থাৎমধ্যগতিতে নদী বেশি বহন, অল্প ক্ষয় এবং বেশ কিছুটা সঞ্চয় করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।