নদীর নিম্নগতিতে কেন সচরাচর বন্যা দেখা যায় ? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
নদীর নিম্নগতিতে সচরাচর বন্যা দেখতে পাওয়ার কারণ : নদীর নিম্নগতিতে সচরাচর বন্যা দেখতে পাওয়ার কারণগুলি হল—
1. নদীস্রোতের অনুপস্থিতি : মােহানার কাছাকাছি বলে এই অংশে নদীতে যথেষ্ট পরিমাণে জল থাকে। কিন্তু ভূমির ঢাল খুব কমে যায় বলে এখানে নদীর স্রোত বিশেষ থাকে না।
2. অগভীর নদীখাত : নদীর বহন করে আনা পলির সিংহভাগই নিম্নগতিতে নদীর খাতে সঞ্চিত হয়। এর ফলে নদীখাত ক্রমশ অগভীর হয়ে যায়। তাই বর্ষাকালে বা অতিবৃষ্টির সময় নদীতে হঠাৎ জলের জোগান বেড়ে গেলে তা বহন করার ক্ষমতা নদীর থাকে —দুই কূল ছাপিয়ে নদীসংলগ্ন অঞ্চলে বন্যার সৃষ্টি করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।