নদীর উচ্চগতিতে V-আকৃতির উপত্যকা সৃষ্টি হয় কেন? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
নদীর উচ্চগতিতে Vআকৃতির উপত্যকা সৃষ্টির কারণ : পার্বত্য অঞ্চলের প্রবাহপথকে নদীর উচ্চগতি বলা হয়। এই অংশে নদীর গতিপথে ‘v’-আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণ—
1. ভূমির ঢাল : পার্বত্য অঞ্চলের ভূমির ঢাল বেশি বলে নদী প্রবল বেগে নীচের দিকে নামে। প্রবল স্রোতের সঙ্গে বাহিত শিলাখণ্ডের সঙ্গে নদীগর্ভের ঘর্ষণ ও সংঘর্ষে নদী উপত্যকায় পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে নদী উপত্যকা ক্রমশ সংকীর্ণ ও গভীর হতে থাকে।
2. বৃষ্টিবহুলতা ও আবহবিকার : বৃষ্টিবহুল পার্বত্য অঞলে প্রথমে নদী উপত্যকার দুই পার্শ্বদেশ কিছুটা সংকীর্ণ থাকলেও রাসায়নিক আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে (পার্শ্বক্ষয়ের দ্বারা) নদী উপত্যকার উপরিভাগ ক্রমশ প্রশস্ত হয়ে ‘v’-আকৃতির উপত্যকা গঠন করে।
3. ভূমিধস : পার্বত্য নদী উপত্যকার দুই পাশ থেকে নদীতে ধস নামে ও কিছু উপনদীও এসে নদীখাতে মিলিত হয়। এর ফলে নদীখাত কিছুটা প্রশস্ত হয়ে ‘v’-আকৃতির উপত্যকা সৃষ্টি করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।