নতুন পাথরের যুগ সম্পর্কে যা জান লেখাে।

নতুন পাথরের যুগ সম্পর্কে যা জান লেখাে। Mark 3 | Class 6

উত্তর:-

সময়কাল : নতুন পাথরের যুগের সময়কাল হল হােলােসিন যুগের। ৮০০০-৪০০০ খ্রিস্টপূর্বাব্দ।

জীবিকা : মানুষ খাদ্যসংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে রূপান্তরিত হয়। ফলে কৃষি হয়ে ওঠে জীবিকার প্রধান উৎস। 

হাতিয়ার : আগের তুলনায় আরও উন্নত ও হাতলযুক্ত হাতিয়ারের চলন ছিল, যেমন—কাস্তে, হাতুড়ি, কুঠার, ছােরা প্রভৃতি। 

বাসগৃহ : পূর্বের বসবাসরীতির পাশাপাশি গােষ্ঠীবদ্ধভাবে নদী বা জলাশয়ের ধারে বাসগৃহ নির্মিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment