দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Physical Science ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর কী? মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট কয়েকটি রাসায়নিক পদার্থের নাম করাে যেগুলি ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী।

ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর কী? মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট কয়েকটি রাসায়নিক পদার্থের নাম করাে যেগুলি ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী।

ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর কী? মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট কয়েকটি রাসায়নিক পদার্থের নাম করাে যেগুলি ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- মানুষের কিছু ক্রিয়াকলাপের ফলে প্রাকৃতিকভাবে ওজোন তৈরির হার অপেক্ষা বিয়ােজনের হার অত্যধিক বেড়ে যাচ্ছে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি প্রায় সর্বত্র এইভাবে কম-বেশি পাতলা হয়ে যাচ্ছে। ওজোন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাকে ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র অথবা ওজোন গহুর (Ozone hole) বলে। 

মানুষের নানাবিধ ক্রিয়াকলাপের ফলে পরিবেশে মুক্ত হওয়া ক্লোরােফ্লুরােকার্বন (CFC) বা ফ্রেয়ন জাতীয় রাসায়নিক পদার্থসমূহ, নাইট্রিক অক্সাইড (NO), নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) ইত্যাদি গ্যাসগুলি ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!