ওজোন স্তর না থাকলে কী কী হত?

ওজোন স্তর না থাকলে কী কী হত? 
অথবা, মানবস্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখাে।
অথবা, ওজোন স্তরে ছিদ্র হলে প্রাণীজগতের ওপর দুটি ক্ষতিকারক প্রভাব লেখাে। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে। ওজোন স্তর না থাকলে অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়ত, যার ফলে পৃথিবীর জীবজগতের অস্তিত্ব বিপন্ন হত। বর্তমানে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে ওজোন স্তর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এর ফলস্বরূপ পৃথিবীর জীবজগৎ তথা সমগ্র পরিবেশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন—

1) জীবকুলের ওপর প্রভাব: অতিবেগুনি রশ্মির প্রভাবে বীজের অঙ্কুরােদগম প্রক্রিয়া বিঘ্নিত হবে, উদ্ভিদের সালােকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, শস্যের উৎপাদন হ্রাস পাবে, জলাশয়ে ফাইটোপ্ল্যাংকটনের সালােকসংশ্লেষ ব্যাহত হবে, জলজ প্রাণীদের অস্তিত্ব বিপন্ন হবে।

2) রােগের প্রাদুর্ভাব: অতিবেগুনি রশ্মি বিনা বাধায় পৃথিবীতে এসে পড়লে তার প্রভাবে ত্বকের ক্যানসারসহ বিভিন্ন রােগ হবে, চোখে অসময়ে ছানি পড়বে। এ ছাড়া প্রাণীদের প্রজনন ক্ষমতা ও রােগ প্রতিরােধ ক্ষমতা কমে যাবে। 

3) পরিবেশের ওপর প্রভাব: সূর্যালােকের অতিবেগুনি রশ্মি ওজোন স্তরে শােষিত না হলে তা ভূপৃষ্ঠে আপতিত হয়ে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি করবে। ফলে মেরু অঞলের বরফ গলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে ও সমুদ্রতীরবর্তী অঞ্চল প্লাবিত হবে। এ ছাড়াও জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment