দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Physical Science ওজোন স্তরের সৃষ্টি এবং ধবংস কীভাবে হয়? (প্রয়ােজনীয় বিক্রিয়া দিতে হবে)

ওজোন স্তরের সৃষ্টি এবং ধবংস কীভাবে হয়? (প্রয়ােজনীয় বিক্রিয়া দিতে হবে)

ওজোন স্তরের সৃষ্টি এবং ধবংস কীভাবে হয়? (প্রয়ােজনীয় বিক্রিয়া দিতে হবে)
অথবা, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে কীভাবে? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- ওজোন স্তরের সৃষ্টি: স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি (UV রশ্মি) শােষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়ােজিত হয়। O2 + অতিবেগুনি রশ্মি → O + O; এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওজোন অণু গঠন করে।

O2 + O → O3

ওজোন স্তরের ধ্বংস: উৎপন্ন ওজোন অতিবেগুনি রশ্মি শােষণ করে অক্সিজেন অণুতে বিয়ােজিত হয়।

O3 + অতিবেগুনি রশ্মি → O2 + O; O3 + O 2O2 

ওজোন অণুর উৎপাদন ও ওজোন অণুর বিয়ােজন—ওজোন স্তরে এই দুটি বিপরীত প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে এবং একটি সাম্যাবস্থার সৃষ্টি করে। এই সাম্যাবস্থার জন্যই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!