অন্বয়ী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কী? Class 12 | Philosophy (মিলের পরিক্ষণমূলক পদ্ধতি) 8 Marks
উত্তর:-
অন্বয়ী পদ্ধতির বৈশিষ্ট্য
তর্কবিদ মিলের সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ করা যায়। অন্বয়ী পদ্ধতির এই সমস্ত লক্ষণীয় বৈশিষ্ট্যগুলিকে নীচে উল্লেখ করা হল
[1] পর্যবেক্ষণের পদ্ধতি হিসেবে অন্বয়ী পদ্ধতি: অন্বয়ী পদ্ধতি হল মূলত একটি পর্যবেক্ষণমূলক পদ্ধতি। কারণ, এক্ষেত্রে আমরা কার্যকারণ সম্বন্ধটিকে প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত দৃষ্টান্তগুলিকে সংগ্রহ করি, সেগুলি মূলত পর্যবেক্ষণের ওপরই নির্ভরশীল। পর্যবেক্ষণলব্ধ এই সমস্ত দৃষ্টান্তগুলির মাধ্যমে আমরা কার্যকারণ সম্পর্কে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছোই।
[2] অগ্রবর্তী ও অনুবর্তী ঘটনার মধ্যে মিল হিসাবে অন্বয়ী পদ্ধতি: অন্বয়ী পদ্ধতির ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা একাধিক দৃষ্টান্ত সংগ্রহ করে থাকি। এই সমস্ত দৃষ্টান্তগুলির মধ্যে কোনাে কোনােটি পুর্ববতী ঘটনা হিসেবে এবং কোনােটি অনুবর্তী ঘটনা হিসেবে চিহিত। এই পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনাগুলির মধ্যে একটি বিষয়ে এখানে মিল লক্ষ করা যায়। যে বিষয়ে উভয় ঘটনার মধ্যে মিল দেখা যায়, সেই ঘটনা দুটিকে কার্যকারণ সম্বন্ধে আৰদ্ধ বলে মনে করা হয়।
[3] সহজসরল পদ্ধতি হিসেবে অন্বয়ী পদ্ধতি: অন্বয়ী পদ্ধতি অত্যন্ত সহজ ও সরল একটি পদ্ধতি। এই পদ্ধতিতে কোনােপ্রকার জটিলতা নেই। এখানে শুধুমাত্র পর্যবেক্ষণের সাহায্যে কিছু সদর্থক দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কার্যকারণ সম্বন্ধটিকে অনুমান করা হয়।
[4] আবিষ্কারের পদ্ধতি হিসেবে অন্বয়ী পদ্ধতি: অন্বয়ী পদ্ধতি হল একটি আবিষ্কারের পদ্ধতি। কারণ, এই পদ্ধতিটিতে কার্যকারণ সম্বন্ধকে আবিষ্কার করা হয়, কখনােই তাকে প্রমাণ করা হয় না। পুর্ববর্তী ও অনুবর্তী ঘটনার মধ্যে মিল লক্ষ করেই আমরা কার্যকারণ সম্বন্ধকে শুধুমাত্র অনুমান করি, কখনােই তাকে প্রমাণ করতে পারি না।
[5] সম্ভাব্য হিসেবে অন্বয়ী পদ্ধতি: অন্বয়ী পদ্ধতিতে আমরা কার্যকারণ সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করি, তা সবসময়ই সম্ভাব্যরূপে গণ্য। এরুপ পদ্ধতিটি কখনােই নিশ্চিতরূপে গণ্য নয়। কারণ এরূপ পদ্ধতির মাধ্যমে আমরা কার্যকারণ সম্বন্ধকে শুধুমাত্র অনুমান করি, কখনােই তাকে প্রমাণ করতে পারি না। সে কারণেই বলা যায় যে, অন্বয়ী পদ্ধতিতে গৃহীত সিদ্ধান্তটি সবসময়ই সম্ভাব্য (probable) রুপে গণ্য।
[6] ব্যাপক প্রয়ােগক্ষেত্র হিসাবে অন্বয়ী পদ্ধতি: অন্বয়ী পদ্ধতি যেহেতু শুধুমাত্র পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল সেহেতু আমরা পর্যবেক্ষণের মাধ্যমে প্রচুর সংখ্যক দৃষ্টান্তকে গ্রহণ করতে পারি। এর ফলে অন্বয়ী পদ্ধতির প্রয়ােগক্ষেত্রটি অত্যন্ত ব্যাপক হয় এবং আমাদের অভিজ্ঞতাকে অত্যন্ত স্বাভাবিকভাবেই সমৃদ্ধ করে তােলে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।