Class 12 Class 12 Education অন্তর্ভুক্তি শিক্ষা সম্পর্কে ইউনেস্কোর ভুমিকা আলােচনা করাে।

অন্তর্ভুক্তি শিক্ষা সম্পর্কে ইউনেস্কোর ভুমিকা আলােচনা করাে। 

অন্তর্ভুক্তি শিক্ষা সম্পর্কে ইউনেস্কোর ভুমিকা আলােচনা করাে।    Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks

উত্তর:-

অন্তর্ভুক্তি শিক্ষা সম্পর্কে ইউনেস্কোর ভূমিকা : বর্তমানে সমগ্র বিশ্বে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও পরিবেশ শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে | এ ধরনের শিক্ষার ক্ষেত্রে ইউনেস্কোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ 

অন্তর্ভুক্তি শিক্ষা সম্পর্কে ইউনেস্কোর ভূমিকা : সম্প্রতি সর্বশিক্ষা অভিযানে কিছু মাত্রায় অক্ষম (Some Marked Degree of Disability) শিশুরা সাধারণ বিদ্যালয়ে পড়াশােনার সুযােগ পায়। এই ধরনের সন্তানদের শিক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে তাদের বাবামায়েরা সন্তোষ প্রকাশ করেন।

এই নির্দেশ স্পেনের সালামানকায় (Salamanca) বিশেষ শিক্ষার ওপরে এক আন্তর্জাতিক সম্মেলনে (1994-এর 7-9 জুন) বিবেচিত হয় এবং নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হয়। 

[1] শিক্ষা শিশুর মৌলিক অধিকার : শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। শিক্ষা অর্জনে তাকে সব রকমের সুযােগ দিতে হবে যাতে সে। নির্দিষ্ট স্তর পর্যন্ত শিক্ষালাভ করে। 

[2] শিক্ষার্থীর আগ্রহ ও চাহিদা অনুযায়ী : প্রতিটি শিশুর নিজস্ব বৈশিষ্ট্য, আগ্রহ ও চাহিদা থাকে। এই বৈশিষ্ট্য এবং চাহিদাগুলিকে ভিত্তি করেই শিক্ষাব্যবস্থা এবং শিক্ষা কর্মসূচিগুলি প্রস্তুত করে তা বাস্তবায়িত করতে হবে। 

[3] বিশেষ চাহিদাসম্পন্ন শিশু : বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা নিয়মিত বিদ্যালয়ে ভরতি হবার সুযােগ পাবে। 

[4] অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সকলের জন্য শিক্ষাব্যবস্থা কার্যকরী করে : স্বাভাবিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি যে পাথক্যমূলক দৃষ্টিভঙ্গি দেখা যায়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযােগ-সহ মত বিদ্যালয়গুলি তার মােকাবিলায় কার্যকরী ভূমিকা গ্রহণ করতে সক্ষম। বিদ্যালয়গুলি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাগত জানায় এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করে, যার ফলে তারা সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করতে পারে।

বর্তমানে সমগ্র বিশ্বে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। UNO, UNICEF, UNDP, World Bank প্রভৃতি আন্তর্জাতিক সংস্থাগুলি প্রয়ােজনীয় অর্থ এবং অন্যান্য শিখন উপকরণগুলি সরবরাহ করছেন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment