Class 10 Class 10 Geography উন্মুক্তভাবে বর্জ্য জমা বা ওপেন ডাম্পিং বলতে কী বােঝ?

উন্মুক্তভাবে বর্জ্য জমা বা ওপেন ডাম্পিং বলতে কী বােঝ?

উন্মুক্তভাবে বর্জ্য জমা বা ওপেন ডাম্পিং বলতে কী বােঝ? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

উন্মুক্তভাবে বর্জ্য জমা বা ওপেন ডাম্পিং: মূল শহর থেকে দূরে কোনাে ফাঁকা নীচু জায়গায় নগরের দৈনিক বর্জ্য পদার্থ জমা করা হয়। এইভাবে উন্মুক্ত স্থানে জমা করা জঞ্জাল বা বর্জ্য ব্যবস্থাপনকে ওপেন ডাম্পিং বলে। এই পদ্ধতি প্রয়ােগ করার জন্য কোনাে পরিকল্পনার প্রয়ােজন হয় না এবং খরচও তেমন নেই। অনেকসময় ওইসব বর্জ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

ক্ষতিকর দিক: কিন্তু এই পদ্ধতির অনেকগুলি ক্ষতিকর দিক রয়েছে। যেমন—1) বৃষ্টির জল ওই বর্জ্য ধােয়া জল হিসেবে পরিবাহিত হয়ে পার্শ্ববর্তী অঞ্চলকে দূষিত করে। 2) উন্মুক্তভাবে পড়ে থাকে বলে অসম্ভব দুর্গন্ধ ছড়ায়। 3) মশা, মাছি, ইদুর, বর্জ্যভুক পাখির আগমন ঘটে, যা থেকে নানাবিধ রােগব্যাধি ছড়িয়ে পড়তে পারে। 4) ওই বর্জ্য পােড়ালে বায়ুদূষণ ঘটে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment