প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 11 Geography থেকে পৃথিবীর উৎপত্তি MCQ Question Answers নিয়ে এসেছি। তোমাদের Class 11 এ 1st Semester Exam এর এগুলি খুবই গুরুত্বপূর্ণ।
Class 11 Geography – 1st Semester
পৃথিবীর উৎপত্তি (Unit 2.1) – প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ
MCQ Question Answers
পৃথিবীর উৎপত্তি MCQ Question Answers
1. আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হল—
Ans: আন্দ্ৰোমেদা
2. সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত—
Ans: আকাশগঙ্গা
3. মহাবিশ্বে দূরত্ব পরিমাপের একক হল—
Ans: আলোকবর্ষ
4. হেরল্ড জেফ্রি জোয়ারি মতবাদটি প্রকাশ করেন—
Ans: 1918 সালে
5. পুরাচুম্বকীয় তত্ত্বের প্রবক্তা কে?
Ans: ভাইন ও ম্যাথিউস ।
6. কান্টের গ্যাসীয় মতবাদে নীহারিকা থেকে পদার্থসমূহ বিক্ষিপ্ত হয়—
Ans: বলয়াকারে
7. ‘প্যানজিয়া’ কথাটির অর্থ হল-
Ans: সম্মিলিত মহাদেশ ।
8. নীহারিকা থেকে নির্গত পদার্থ দ্বারা গ্যাসীয় মতবাদে কান্ট গ্রহ-উপগ্রহ সৃষ্টির কথা বলেছেন। বাকি অংশ থেকে কী সৃষ্টির কথা বলেছেন ?
Ans: সূর্য
9. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদটি ছিল—
Ans: চেম্বারলিন ও মুল্টনের
10. ‘প্যানথালাসা’ কথাটির অর্থ হল—
Ans: সম্মিলিত মহাসাগর ।
11. কান্টের মতে শীতল ও কঠিন বস্তুকণাগুলির পরস্পরের দিকে আকৃষ্ট হয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য দায়ী বল হল —
Ans: অভিকর্ষ বল
12. কান্টের গ্যাসীয় মতবাদে নীহারিকা থেকে পদার্থসমূহ বলয়াকারে বিক্ষিপ্ত হওয়ার জন্য দায়ী বলা হল –
Ans: কৌণিক ভরবেগ ও কেন্দ্রাতিগ শক্তি
13. ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদে পৃথিবী সৃষ্টির পূর্বে আদি বস্তুকণার অবস্থা কেমন ছিল?
Ans: অতি শীতল ও কঠিন
14. ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদে উত্তাপ ও ঘূর্ণন বেগের আধিক্যের জন্য পদার্থের অবস্থা কেমন হওয়ার কথা বলা হয় ?
Ans: গ্যাসীয়
15. জোয়ারি মতবাদটি যে দুটি মতবাদের সমন্বয়ে গড়ে উঠেছে, তা হল—
Ans: গ্রহাণু ও নীহারিকা মতবাদ
16. সৌরজগতের সামগ্রিক ভরের যত শতাংশ সূর্যের অধীন-
Ans: 98%
17. ক্ষেত্রমান অনুসারে পৃথিবী সৌরজগতের যততম গ্রহ-
Ans: পঞ্চম
18. সূর্যের আনুমানিক বয়স প্রায়-
Ans: 5 বিলিয়ন বছর
19. সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হল—
Ans: সেরেস
20. জোয়ারি মতবাদে সূর্যের দেহ থেকে গ্যাস নির্গমনের জন্য যে জ্যোতিষ্কের আকর্ষণ বল কার্যকরি হয়—
Ans: নক্ষত্র
21. 10-1000 নক্ষত্রলোকের একত্র সমাবেশ যে নামে পরিচিত, তা হল-
Ans: গ্যালাক্টিক ক্লাস্টার
22. গ্যালাক্সিগুলি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এই গবেষণা কোন্ দুই বিজ্ঞানীর গবেষণা তথা পর্যবেক্ষণ থেকে জানা যায় ?
Ans: হাবলস ও লেমাইতার ।
23. মহাবিশ্বের আকস্মিক দ্রুত প্রসারণকে বিজ্ঞানের ভাষায় কী বলা হয় ?
Ans: বিগ ব্যাং ।
24. মহাবিস্ফোরণ জন্ম দেয়—
Ans: সময়ের
25. মহাবিস্ফোরণ সম্পর্কিত ‘আ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ নামক গ্রন্থটির লেখক হলেন—
Ans: স্টিফেন হকিং ।
26. ব্রহ্মাণ্ডের সৃষ্টি বা মহাবিস্ফোরণ সংক্রান্ত ‘দি ফার্স্ট থ্রি মিনিটস’ গ্রন্থের লেখক হলেন—
Ans: স্টিফেন উইনবার্গ ।
27. মহাবিশ্ব এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল, তাকেই সিঙ্গুল্যারিটি বলে কে অভিহিত করেন ?
Ans: আইনস্টাইন ।
28. ‘Big Bang’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন—
Ans: ফ্রেড হয়েল
29. পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সম্পর্কে কান্টের মতবাদটি কী নামে পরিচিত ?
Ans: গ্যাসীয় মতবাদ
30. কান্টের মতবাদটি কত সালে প্রকাশিত হয় ?
Ans: 1755 সালে
31. পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কে সর্বপ্রথম তাঁর মতবাদ প্রকাশ করেন ?
Ans: কান্ট
32. প্লবতার ধারণাটি কে দিয়েছেন?
Ans: আর্কিমিডিস
33. জোয়ারি মতবাদে জিনস ও জেফ্রিসের মতে বিচ্ছিন্ন গ্যাসীয় পদার্থের আকৃতি অনেকটা
Ans: পটলের সাথে
34. জিনস ও জেফ্রিসের জোয়ারি মতবাদটির এরূপ নামকরণের কারণ হল—
Ans: সৌরদেহের গ্যাসীয় অবয়বে জোয়ার সৃষ্টি
35. জিনস ও জেফ্রিসের জোয়ারি মতবাদে সূর্য থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মুখ্য উপাদান হল—
Ans: হাইড্রোজেন ও হিলিয়াম
36. পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত আধুনিকতম মতবাদটি হল—
Ans: বিগ ব্যাং তত্ত্ব
37. মহাবিস্ফোরণ তত্ত্বকে প্রথম ‘বিগ ব্যাং’ নামে অ্যাখ্যায়িত করেন যে বিজ্ঞানী—
Ans: ফ্রেড হোয়েল
38. নিম্নলিখিত কোন্ বিজ্ঞানী মহাবিস্ফোরণ তত্ত্বের সাথে সম্পর্কিত নন ?
Ans: জেরার্ড কুইপার ।
39. মহাবিস্ফোরণ তত্ত্বে যত বছর আগে প্রথম মহাবিস্ফোরণের সম্প্রসারণ শুরু হয়, তা হল—
Ans: 1370 কোটি বছর ।
40. বিস্ফোরণের আগে মহাবিশ্বের অবস্থা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয়, তা হল—
Ans: সিঙ্গুল্যারিটি ।
41. নিম্নলিখিত কোন্ বিজ্ঞানী পৃথিবীর উৎপত্তি-সংক্রান্ত মহাবিস্ফোরণ মতবাদটি উপস্থাপন করেন?
Ans: ফ্রিডম্যান ও হাবল ৷
42. জিগ-স্-ফিট (Zig-Saw-fit)-এর প্রমাণ উল্লেখিত রয়েছে কোন্ মতবাদে ?
Ans: মহীসঞ্চরণ মতবাদে ।
43. নিম্নলিখিত যেটি নক্ষত্রমণ্ডল নয়, সেটি হল—
Ans: ক্যাটস আই
44. সূর্যকে কেন্দ্র করে ল্যাজবিশিষ্ট যে মহাজাগতিক বস্তুর হঠাৎ উদয় এবং অস্ত হয়, তা হল—
Ans: ধূমকেতু
45. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ কোটি?
Ans: গ্যাসীয় মতবাদ
46. কান্টের গ্যাসীয় মতবাদে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয় কোন্ শক্তিকে
Ans: মাধ্যাকর্ষণ শক্তি
47. আন্দ্রোমেদা হল একটি-
Ans: গ্যালাক্সি
48. কান্টের মতে মহাবিশ্বের প্রাথমিক বস্তুকণার শীতল ও কঠিন রূপকে বলা হয়—
Ans: নীহারিকা
Read Also
পাঠ্য বিষয় হিসেবে ভূগোল (Unit 1) MCQ Question Answer | প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ
পৃথিবীর উৎপত্তি (Unit 2.1) MCQ Question Answers | প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ
পৃথিবীর অভ্যন্তরভাগ (Unit 2.2) MCQ Question Answers | প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদানসমূহ
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।