Class 10 Class 10 Geography ‘ওশান ডাম্পিং’ এর ক্ষতিকর প্রভাবগুলি কী কী?

‘ওশান ডাম্পিং’ এর ক্ষতিকর প্রভাবগুলি কী কী?

‘ওশান ডাম্পিং’ এর ক্ষতিকর প্রভাবগুলি কী কী? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

ওশান ডাম্পিং -এর ক্ষতিকর প্রভাব: সমুদ্রে বর্জ্য নিক্ষেপ করাকে ওশান ডাম্পিং বলে। ওশান ডাম্পিং -এর ক্ষতিকর প্রভাবগুলি হল— 

1) সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাঘাত: সমুদ্রের জলে তেল বা তেলজাত পদার্থ নিক্ষেপ করলে প্রাণী প্লাংকটনসহ সামুদ্রিক জীবের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। জলের ওপর তেলের স্তর পড়লে সূর্যালােক সমুদ্রের জলের ভিতর প্রবেশ করতে পারে না। এজন্য ফাইটোপ্লাংকটন-সহ সামুদ্রিক উদ্ভিদের সালােকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়। 

2) মানুষের স্বাস্থ্যের ক্ষতি: সমুদ্রের জলে বিষাক্ত বর্জ্য পদার্থ নিক্ষেপ করলে সেইসব বর্জ্য আবর্জনা সামুদ্রিক মাছ খেয়ে বিষাক্ত হয়ে যায়। এরপর সেই মাছ মানুষ খেলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। 

3) অক্সিজেন হ্রাস: আবর্জনা সমুদ্রে ফেললে সমুদ্রজলের অক্সিজেন ক্রমশ হ্রাস পেতে থাকে। যার ফলে সমুদ্রে বসবাসকারী সিল, ডলফিন, সার্ক প্রভৃতি প্রাণীর মৃত্যু ঘটে। 

4) সামুদ্রিক প্রাণীর মৃত্যু: প্লাস্টিক বােতল বা ব্যাগ সমুদ্রের জলে ফেললে সামুদ্রিক প্রাণীরা ভুল করে তা খেয়ে মৃত্যুর কবলে পড়ে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment