অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দিয়ে ব্যাখ্যা করাে। 

প্রশ্ন: অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দিয়ে ব্যাখ্যা করাে। 

উত্তর: অসম্পূর্ণ প্রকটতা : বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দু’টি জীবের সংকরায়ণে প্রকট জিনটি সম্পূর্ণরূপে প্রকাশ না পাওয়ার প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলে।

ব্যাখ্যা : অসম্পূর্ণ প্রকটতা হলাে মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রম। মেন্ডেলের প্রকটতার সূত্র (Law of Dominance) অনুযায়ী যে বৈশিষ্ট্যটি জনিতৃ জনুতে প্রকট হবে সেটি প্রথম অপত্য জনুতেও প্রকট হবে কিন্তু এক্ষেত্রে তা হয় না। এক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাই একে মিশ্র প্রকটতা বা আংশিক প্রকটতাও বলা হয়।।

উদাহরণ : সন্ধ্যামালতী উদ্ভিদে (Mirabilus jalapa) এই ধরনের অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। এর অপর নাম হলাে ফোর-ও-ক্লক উদ্ভিদ (four-o-clock plant) সন্ধ্যামালতীর লাল (Red) ও সাদা (White) ফলযুক্ত গাছের মিলনে উৎপন্ন প্রথম জনুতে সমস্ত গাছ গােলাপি ফুলযুক্ত হয়। এক্ষেত্রে লাল বা সাদা কোনােটি সম্পূর্ণ প্রকাশ পায় না, দ্বিতীয় অপত্য জনুতে ফিনােটাইপ ও জিনােটাইপ উভয়েরই অনুপাত একই হয় অর্থাৎ 1: 2:1। বিজ্ঞানী গ্যালটন প্রথম সন্ধ্যামালতী উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা পর্যবেক্ষণ করেন।

চিত্র : সন্ধ্যামালতীর অসম্পূর্ণ প্রকটতা

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!