Class 11 Class 11 Bengali ‘ অতএব তাঁহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় ।’—কোন্ প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? মন্তব্যটি ব্যাখ্যা করো।

‘ অতএব তাঁহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় ।’—কোন্ প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? মন্তব্যটি ব্যাখ্যা করো।

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ছুটি’ গল্পে সদ্য শৈশব থেকে কিশোর হয়ে ওঠা ফটিক চক্রবর্তীর মানসিক গঠন ও শারীরিক পরিবর্তন প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করা হয়েছে।

→ গ্রামজীবন পরিত্যাগ করে ফটিক কলকাতায় পড়াশোনার তাগিদে মামার আশ্রয়ে উঠেছিল। ফটিকের আগমনে মামী বেশ অসন্তুষ্ট হয়েছিলেন। তেরো-চোদ্দো বছরের ছেলের মতো এমন বালাই পৃথিবীতে আর নেই বয়ঃসন্ধির দোরগোড়ায় উপস্থিত এই বয়সের বালকেরা স্নেহের জন্য কাতর হয়ে ওঠে। এই সময় কোনো সহৃদয়ের সখ্যতা বা স্নেহ পেলে তারা তার কাছে ক্রীতদাস হয়ে থাকতে পারে। 

এমন অবস্থায় মাতৃভবন ছাড়া অন্য কোনো অপরিচিত জায়গা বালকের কাছে নরক। মামীর স্নেহহীন চোখে ফটিক সর্বদাই দুর্গ্রহের মতো প্রতিভাত হত। ফটিক বুঝাতে পেরেছিল মামী তাকে ভালোবাসে না। চারদিকের স্নেহশূন্য বিরাগ প্রতি মুহূর্তে তাকে কাঁটার মতো বিধত। ফটিকের বয়সে নারীজাতিকে সাধারণত স্বর্গলোকের শ্রেষ্ঠ জীব বলে ধারণা হয়; উদার প্রশস্ত শ্রদ্ধেয় কল্পনার চোখে নারীজাতি প্রতিভাত হয়। কিন্তু ফটিক মামীর আশ্রয়ে থেকেও তা থেকে বঞ্চিত। বরং মামীর অনাদর ও উপেক্ষা ফটিকের অত্যন্ত দুঃসহ বলে মনে হয়েছে। 

Read Also

‘ তেরো-চৌদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই ।—মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো।

‘ উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না ।—উদ্দিষ্টের উৎসাহের ‘পিছনে লেখক যে ট্র্যাজিক আভাস দিয়েছেন তা বর্ণনা করো ।

“ তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন । – কে, কার প্রতি ক্ষুণ্ণ হয়েছিলেন ? তাঁর ক্ষুণ্ণ হওয়ার কারণ কী?

‘বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ।—বিধবার কাছে কে, কী প্রস্তাব করেছিলেন? তিনি তাতে সম্মত হয়েছিলেন কেন?

‘কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিম্বা আর-কাহারও মনে উদয় হয় নাই । — রচনার নামোল্লেখ-সহ উদ্ধৃতাংশের প্রসঙ্গ নির্দেশ করো। উক্তিটি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও ।

এই অকাল-তত্ত্বজ্ঞানী, মানব সকলপ্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল । — বক্তা কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন? উক্তিটির অর্থ লেখো

পূর্বাপেক্ষা আর-একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে — পূর্বের খেলাটি কী ছিল? এখনকার খেলাটিই-বা কী এবং তার পরিণতি কী হয়েছিল ?

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!