ঔপনিবেশিক অরণ্য আইনের পটভূমি বর্ণনা করাে।
অথবা, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? 4 Marks/Class 10
উত্তর:–
অরণ্য আইন : ১৮৬৪ খ্রিস্টাব্দে সরকারি বনবিভাগ খােলা হয় এবং ১৮৬৫ সালে প্রথম অরণ্য আইন ও ১৮৭৮ খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন পাস করে ব্রিটিশ সরকার ভারতীয় বনভূমির ওপর সরকারি নিয়ন্ত্রণ সুরক্ষিত করে।
অরণ্য আইন প্রবর্তনের কারণ : ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্যগুলি ছিল—
প্রথমত, ১৮০৬ খ্রিস্টাব্দের পর ভারতে ইংরেজ কোম্পানির নৌবাহিনীতে জাহাজ নির্মাণের জন্য ওক কাঠের প্রয়ােজনীয়তা থেকে ভারতীয় বনজ সম্পদের দিকে কোম্পানির নজর পড়ে।
দ্বিতীয়ত, উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে রেলপথের বিস্তার। শুরু হলে রেললাইনের স্লিপার, রেলগাড়ি অফিসের আসবাবপত্র নির্মাণের জন্য প্রচুর পরিমাণ কাঠের দরকার পড়ে যা বনভূমি সংরক্ষণের বিষয়টিকে জরুরি করে তােলে।
তৃতীয়ত, অরণ্যে বসবাসকারী অধিবাসীরা যাতে যথেচ্ছভাবে বৃক্ষচ্ছেদন করতে না পারে সেদিকেও লক্ষ রাখা দরকার হয়ে পড়ে।
উপসংহার : উনিশ শতকের শেষের দিকে আরণ্যক উপজাতি জীবন অশান্ত হয়ে ওঠে। সরকারি নিষেধাজ্ঞা জারি করে আদিবাসীদের বনজ সম্পদের চিরাচরিত ব্যবহার থেকে বঞ্চিত করা হয়। আদিবাসীরা এর প্রতিক্রিয়ারূপে অরণ্যের অধিকার ফিরে পেতে বিদ্রোহ করেছিল, যেমন— মুন্ডা বিদ্রোহ, রাম্পা বিদ্রোহ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।