Class 10 Class 10 Geography ওজোনস্তর ধ্বংসের ফলাফল লেখাে।

ওজোনস্তর ধ্বংসের ফলাফল লেখাে।

ওজোনস্তর ধ্বংসের ফলাফল লেখাে। Class 10 | Geography | 3 Marks

ওজোনস্তর ধ্বংসের ফলাফল : বর্তমানে বায়ুমণ্ডলে CFC, হ্যালন, নাইট্রোজেন অক্সাইড, সালফেট কণা প্রভৃতির বৃদ্ধির জন্য ওজোনস্তর ক্রমেই ধ্বংস হচ্ছে। এর ক্ষতিকর ফলাফলগুলি হল

১। বিশ্ব উষ্ণায়ন: ওজোনস্তর ধ্বংসের জন্যই ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পড়ে এবং তাই পৃথিবীর উয়তা ক্রমশ বেড়ে চলেছে। বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ ওজোনস্তরের বিনাশ।

২। বিভিন্ন রােগের সৃষ্টি: অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের চামড়ায় ক্যানসার সৃষ্টি হচ্ছে, মানুষের প্রজননক্ষমতা কমে যাচ্ছে এবং মানুষের চোখের কর্নিয়ায় নানা সমস্যা দেখা দিচ্ছে। 

৩। বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট: ওজোনস্তর ধ্বংসে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, উদ্ভিদের উৎপাদনশীলতা কমে যাচ্ছে এবং অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণীদের মৃত্যু ঘটছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment