পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে শীতকালে বৃষ্টিপাত হয় কেন?

পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? Class 10 | Geography | 3 Marks

উত্তর:পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে শীতকালে বৃষ্টিপাত হওয়ার কারণ: উভয় গােলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। থেকে যে বায়ু মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারাবছর ধরে। নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাকে বলে পশ্চিমা বায়ু। এই বায়ুটির প্রভাবে মহাদেশগুলির পশ্চিমাংশে শীতকালে বৃষ্টিপাত হয়। এর কারণগুলি হল

1) আর্দ্র পশ্চিমা বায়ু: প্রতিটি মহাদেশেরই পশ্চিমে আছে সুবিস্তৃত মহাসাগর। তাই এই বায়ুটি পশ্চিম দিক থেকে আসার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গ্রহণ করে মহাদেশগুলিতে প্রবেশ করে। 

2) জলীয় বাষ্পসমৃদ্ধ পশ্চিমা বায়ু: মহাদেশগুলির পশ্চিমভাগে। জলীয় বাষ্পসমৃদ্ধ পশ্চিমা বায়ু আগে এসে পৌছায় বলে সেখানে | বেশি বৃষ্টিপাত হয় এবং তারপর ওই বায়ু যতই পূর্ব দিকে যেতে থাকে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় বলে বৃষ্টিপাতের পরিমাণও কমতে থাকে।

3) শীতল স্থলভাগের প্রভাব : শীতকালে জলভাগ অপেক্ষা স্থলভাগ বেশি শীতল থাকে। এর ফলে আর্দ্র পশ্চিমা বায়ু শীতল স্থলভাগের ওপর এসে দ্রুত ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এ ছাড়া শীতল মেরুবায়ুর সংস্পর্শে এসেও দ্রুত ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়।

4) বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন: সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সীমা পরিবর্তিত হয় বলে গ্রীষ্মকালে মহাদেশগুলির পশ্চিমভাগের যেসব স্থান শুষ্ক আয়ন বায়ুর অন্তর্ভুক্ত হয়, সেই স্থানগুলিতেই শীতকালে আর্দ্র পশ্চিমাবায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। যেমন—ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment