পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য নির্দেশ করে। 

 পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য নির্দেশ করে।  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য : পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল— 

বিষয়পললশঙ্কু বদ্বীপ
নদীপ্রবাহ নদীর মধ্য বা সমভূমি প্রবাহে পললশঙকু গঠিত হয়।নদীর নিম্ন বা বদ্বীপ প্রবাহে বদ্বীপ গঠিত হয়।
অবস্থান পললশঙ্কু পর্বতের পাদদেশে দেখা যায়।বদ্বীপ নদীর ঠিক মােহানার কাছে দেখা যায়।
আয়তন পললশঙকু আয়তনে ক্ষুদ্রাকার হয়। বদ্বীপ আয়তনে সুবিশাল হতে পারে। 
উপাদান পললশঙকু গঠিত হয়। নুড়ি, প্রস্তরখণ্ড, বালি, পলি ইত্যাদি উপাদান দিয়ে।বদ্বীপ গঠিত হয় প্রধানত পলি ও কাদা দিয়ে।
আকৃতিপললশঙ্কুর আকৃতি ত্রিকোণাকার বা পাখার মতাে হয়।বদ্বীপের আকৃতি ত্রিকোণাকার, পাখির পায়ের মতাে বা করাতের দাঁতের মতাে ও তীক্ষ্ণাগ্র হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “ পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য নির্দেশ করে। ”

Leave a Comment