পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য নির্দেশ করে। Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য : পললশঙ্কু ও বদ্বীপের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল—
বিষয় | পললশঙ্কু | বদ্বীপ |
নদীপ্রবাহ | নদীর মধ্য বা সমভূমি প্রবাহে পললশঙকু গঠিত হয়। | নদীর নিম্ন বা বদ্বীপ প্রবাহে বদ্বীপ গঠিত হয়। |
অবস্থান | পললশঙ্কু পর্বতের পাদদেশে দেখা যায়। | বদ্বীপ নদীর ঠিক মােহানার কাছে দেখা যায়। |
আয়তন | পললশঙকু আয়তনে ক্ষুদ্রাকার হয়। | বদ্বীপ আয়তনে সুবিশাল হতে পারে। |
উপাদান | পললশঙকু গঠিত হয়। নুড়ি, প্রস্তরখণ্ড, বালি, পলি ইত্যাদি উপাদান দিয়ে। | বদ্বীপ গঠিত হয় প্রধানত পলি ও কাদা দিয়ে। |
আকৃতি | পললশঙ্কুর আকৃতি ত্রিকোণাকার বা পাখার মতাে হয়। | বদ্বীপের আকৃতি ত্রিকোণাকার, পাখির পায়ের মতাে বা করাতের দাঁতের মতাে ও তীক্ষ্ণাগ্র হয়। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Very good 👍
Very good 👍