পাতালরেলের গুরুত্ব কতখানি? 

পাতালরেলের গুরুত্ব কতখানি?    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

পাতালরেলের গুরুত্ব : ভূগর্ভ দিয়ে যে রেল চলাচল করে, সেই রেল ব্যবস্থাকে পাতালরেল বলে। বর্তমান মহানাগরিক জীবনে পাতাল রেলের গুরুত্ব অপরিসীম, যথা— 

1. যানজট মুক্ত: পাতালরেল একটি নিজস্ব রেলপথ। এই রেলপথের সাথে অন্য কোনাে রেল, সড়কপথের সংযােগ নেই। তাই এটি একেবারে যানজটমুক্ত।। 

2. দূষণহীন: বিদ্যুৎচালিত হওয়ায় পাতালরেলে দূষণ কম। তাই দূষিত শহরের মধ্যে পাতালরেল দূষণহীন যান।

3. জমি অধিগ্রহণ অপ্রয়ােজনীয়: পাতালরেল মাটির নীচে দিয়ে বেশিরভাগ জায়গায় চলে বলে খুব বেশি জমি অধিগ্রহণের ব্যাপার নেই।

2. সময় অনুযায়ী চলাচল: সড়ক পরিবহণ যখন কোনাে সময় মেনে চলে না সেখানে পাতালরেল অত্যন্ত নিখুঁত সময় অনুযায়ী চলাচল করে। এতে নাগরিক জীবনে কাজের পরিবেশ ফিরে আসে। 

3. আরামদায়ক যাত্রা: বেশিরভাগ পাতালরেল স্টেশন ও কোচগুলি বাতানুকূল। তাই যাত্রীদের যাতায়াত অনেক আরামদায়ক ও পরিবেশবান্ধব হয়।

চিত্র : দিল্লির পাতালরেল

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment